14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে আরটিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহ কালীগঞ্জে মানববন্ধন

admin
February 4, 2019 10:24 pm
Link Copied!

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ গত ২৯ জানুয়ারি রাজধানী ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়মের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন আরটিভির প্রতিবেদক সোহেল রানা ও ক্যামেরাম্যান নাজমুল হোসেন সায়মন।এরই প্রতিবাদে আর টিভির দর্শক ফোরামের আয়োজনে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, রাজনীতিবীদ, ব্যবসায়ী, সুধীমহল, নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।

সোমবার সকালে কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডে ঢাকা-খুলনা হাইওয়ের পাশে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

আরটিভি ঝিনাইদহ জেলা প্রতিনিধি শিপলু জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র আশরাফুল আলম আশরাফ ।

এছাড়া বক্তব্য রাখেন, দৈনিক নবচিত্র সম্পাদক শহীদুল ইসলাম , কালীগঞ্জ প্রেসক্লাব সভাপতি জামির হোসেন, ওয়াকার্স পাটি সাবেক সভাপতি কমরেড আব্দুস সালাম, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু, প্রবীন হিতেষি সংঘ ও জ্বরা বিজ্ঞান প্রতিষ্ঠানের সভাপতি আনছার আলী মাষ্টার, প্রবীন সাংবাদিক আলহা্জ্ব আবুসামা, ছাত্রলীগ সভাপতি আনিচুর রহমান মিঠু মালিথা, রায়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন অপু, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।

http://www.anandalokfoundation.com/