13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যৌথ অ্যারেন্সমেন্টে ২০২৬ বিশ্বকাপ

admin
June 14, 2018 12:22 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ আজ বৃহস্পতিবার উম্নোচন হতে যাচ্ছে ২০১৮ বিশ্বকাপ ফুটবলের পর্দা। রাশিয়ার মস্কোতে বসছে ‘গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ’। ২৩ তম আসরের স্বাগতিক হচ্ছে কারা তা ২১ তম আসরের শুরুর ঠিক আগের দিন ঘোষণা হয়ে গেছে । আগামী ২০২২ সালের বিশ্বকাপ আয়োজন করা হবে মধ্য এশিয়ার দেশ কাতারে। আয়োজন হবে তিন দেশ মিলে।

গতকাল বুধবার ফিফার ৬৮তম কংগ্রেস সভার আয়োজন করা হয়। সেখানেই সিদ্ধান্ত নেয়া হয় কারা হতে যাচ্ছে আয়োজক। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলে ২০২৬ ফিফা বিশ্বকাপ যৌথভাবে পরিচালনা করবে।এর আগে ১৯৯৪ সালে সবশেষ বিশ্বকাপ আয়োজন করে মার্কিন যুক্তরাষ্ট্র। কানাডায় কোনোবার বিশ্বকাপ আয়োজন না হলেও দুইবার বিশ্বকাপের স্বাগতিক হয়েছে মেক্সিকো।

১৯৭০ ও ১৯৮৬ সালের বিশ্বকাপ আয়োজক দেশ ছিল তারা। ২০২৬ বিশ্বকাপ আয়োজকের দৌড়ে এগিয়ে ছিল আফ্রিকার দেশ মরক্কো।  শেষ পর্যন্ত তাদের ভাগ্য সহায় হয়নি। ২০৩টি ভোটের মধ্যে মাত্র ৬৫ ভোট পেয়েছে মরক্কো আর  যুক্তরাষ্ট্র পেয়েছে ১৩৪ ভোট।

http://www.anandalokfoundation.com/