13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষা শুরু

Ovi Pandey
March 17, 2020 9:02 am
Link Copied!

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা শুরু হয়েছে । তবে এই ভ্যাকসিন বাজারে আসতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে।

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা শুরু হয়েছে । দেশটির সিয়াটল শহরের কাইজার পারমানেন্ট গবেষণাকেন্দ্রে সোমবার এই পরীক্ষা শুরু হয়। এখন পর্যন্ত একজনের শরীরে করোনার ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে করোনা ভ্যাকসিন তৈরি দলের বিজ্ঞানী ডক্টর লিসা জ্যাকসন বলেন, সবাই জরুরি অবস্থায় যা পারে তাই করতে চায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এক মাস ধরে করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা চালানো হবে। ৪৫ জন স্বেচ্ছাসেবীর শরীরে এই ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। জেনিফার হলার নামের ৪৩ বছর বয়সী এক স্বেচ্ছাসেবী বলেন, আমরা সবাই অসহায়। এটা আমার জন্য সুবর্ণ সুযোগ যে আমি কিছু করতে পারছি। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা জানায়, এই ভ্যাকসিন বাজারে আসতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে।

http://www.anandalokfoundation.com/