14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মুক্তি পাচ্ছে ‘পদ্মাপুরাণ’ ২ মিনিট ৩৬ সেকেন্ডের এই ট্রেলার

অনলাইন ডেস্ক
October 6, 2021 11:11 am
Link Copied!

অ্যানিমেশন টিজারের পর এবার প্রকাশ পেল ‘পদ্মাপুরাণ’ সিনেমার ট্রেলার। এতে নান্দনিক নির্মাণের এক ঝলক দেখলেন দর্শক। তরুণ নির্মাতা রাশিদ পলাশের প্রথম সিনেমাটির ট্রেলার গতকাল মঙ্গলবার লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

ট্রেলারটি প্রকাশ করে পরিচালক প্রেক্ষাগৃহে এসে ‘পদ্মাপুরাণ’সহ সকল দেশি সিনেমা দেখার আহ্বান জানিয়েছেন।

রায়হান শশীর চিত্রনাট্যে সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ।

২ মিনিট ৩৬ সেকেন্ডের এই ট্রেলারে পদ্মাপারের মানুষের জীবনযাত্রার কিছু অংশ সবার আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

http://www.anandalokfoundation.com/