13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নান্নার ফাজিল মাদ্রসার আড়ালে চলছে রমরমা “সুদের” ব্যবসা

admin
December 26, 2019 2:33 pm
Link Copied!

ঢাকা জেলার ধামরাই থানার নান্নার গ্রামে নান্নার ফাজিল মাদ্রাসার প্রায় প্রতিটি আলেম ও শিক্ষক এই হারাম সুদের সাথে জড়িত। আর এর পৃষ্ঠপোষকতায় সহায়তা দিচ্ছে বাসুস নামের একটি সুদ সংস্থা। এই সংস্থার সভাপতি ও মাদ্রসার ভাইস প্রিন্সিপাল মিঃ আব্দুল হাই। কিছুদিন আগে জেল থেকে বেড়িয়েছে  জামায়াত নেতা ও অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ  জালাল উদ্দিন ও সহকারী শিক্ষক আজিজুর রহমান । এই আসামীদের ব্যাপারে কমিটির পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে  অত্র এলাকার ধর্মপ্রান মুসলীম জনগণ জানতে চেয়েছে।জানা গেছে পূর্বে সুদ খাওয়ার কারণে উক্ত ব্যাক্তিদ্বয়  একটি দামি প্রতিষ্ঠানের চাকুরীরর যোগ্যতা হারিয়েছিল। এক বিশেষ সাক্ষাৎকারে অত্র এলাকার ধর্মপ্রান মুসলীম জনগণ সাংবাদিককে জানান যে মানহীন আলেমের ইমামতি করার কোন প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।

http://www.anandalokfoundation.com/