মাদারীপুরে জাপানি প্রবাসি মো: শাহা-আলমের মোল্লার পক্ষ থেকে তিন শতাধিক পরিবার পেয়েছে ইফতার সামগ্রী। শনিবার বিকেলে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের হুগলি গ্রামে প্রবাসি শাহ-আলমেরম পক্ষে বাড়িতে তার মা সুরজান বেগম এই ইফতার সামগ্রী বিতরণ করেন। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি ছোঁলা, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল ও ১ লিটার তৈল। বিনামুল্যে এসময় উপকরণ পেয়ে খুশি হত দরিদ্র পরিবারগুলো।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুনিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি মেম্বার সরাবউদ্দিন হাওলাদার, রাজ্জাক প্ররোমানিক, শহিদ প্ররোমানিক, নিজাম প্ররোমানিক, কালাই প্ররোমনিক, মফেজ মোল্লা, সিদ্দিক মোল্লাসহ অনেকেই।
এ ক্যটাগরির আরো খবর..