14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আবারও বেড়েছে চালের দাম, মশলাজাত পণ্যে আগুন

Rai Kishori
March 17, 2025 1:35 pm
Link Copied!

আবারও বেড়েছে চালের দাম। এক মাসের ব্যবধানে প্রকারভেদে কেজিপ্রতি চালের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। এ ছাড়া পেঁয়াজ-কাঁচামরিচ কিংবা আদা-রসুনের মতো পণ্য আগের দামে পাওয়া গেলেও আগুন ঝরছে এলাচী ও অন্যান্য মশলাজাত পণ্যে।

রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা বলছেন, গত এক মাসে মিনিকেট ৭০ থেকে বেড়ে ৮৫ টাকা, আটাশ ৫৫ থেকে বেড়ে ৬৫ এবং পাইজাম বিক্রি হচ্ছে ৫০ থেকে বেড়ে ৬০ টাকায়।

শুধু চাল নয়, বেড়েছে মশলার দামও। প্রতিকেজি এলাচ বিক্রি হচ্চে ৩ হাজার থেকে বেড়ে ৫-৬  টাকা। তবে, সয়াবিন তেলের সরবরাহ বাড়লেও দাম কমেনি এখনও।

এদিকে, শীতকালীন কিছু সবজির দাম কম থাকলেও বেগুন, বরবটি, করলাসহ বিভিন্ন সবজির দাম ঊর্ধ্বমুখী। এ ছাড়া মাছ ও মাংসের দাম গেল কয়েক সপ্তাহের তুলায় স্থিতিশীল।

http://www.anandalokfoundation.com/