13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারতে সেনাক্যাম্পে সন্ত্রাসী হামলা

admin
October 6, 2016 12:22 pm
Link Copied!

কুসুমকান্তি বিশ্বাস, কোলকাতাঃ ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের কুপওয়ারা জেলার ল্যানগেটে একটি সেনাক্যাম্পে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

আজ বৃহস্পতিবার ভোরে এ হামলা হয়। হামলার পর দুই সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সেনা কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল বুধবার রাত থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বা লাইন অব কন্ট্রোল (এলওসি) দিয়ে ভারতে অনুপ্রবেশের তিনটি চেষ্টা রুখে দেওয়া হয়েছে।

সেনা সূত্রে জানা যায়, ভারতীয় সেনাবাহিনীর শাখা রাষ্ট্রীয় রাইফেলসের দুটি ক্যাম্পে গুলি চালিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর আধা ঘণ্টা ধরে চলে গোলাগুলি। এর একপর্যায়ে গুলি করে হত্যা করা হয় দুই সন্ত্রাসীকে।

ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, ভোর ৫টার দিকে ল্যানগেটে সেনাক্যাম্পে প্রকাশ্যে গুলি চালায় সন্ত্রাসীরা। জবাবে পাল্টা গুলি চালিয়েছে সেনারা।

ওই কর্মকর্তা বলেন, ‘সেনারা তৎপর ছিলেন। তাই আক্রমণ ব্যর্থ করে দেওয়া হয়েছে।’

ঘটনার পর সেনাক্যাম্পের আশপাশের গ্রামে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরিতে সেনাক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসীরা। ওই হামলায় নিহত হন ১৯ সেনা। এর পর থেকে কাশ্মীরের বিভিন্ন সেনাক্যাম্পে তৎপরতা বাড়ানো হয়। ২৯ সেপ্টেম্বর কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার পাশে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালায় বলে দাবি করে ভারত। ওই অভিযানে সন্ত্রাসীদের কয়েকটি আস্তানা গুঁড়িয়ে দেওয়ার দাবি করা হয়। যদিও পাকিস্তান এ ধরনের অভিযান হয়নি বলে মন্তব্য করেছে। আর আম আদমি পার্টি (এএপি), কংগ্রেসসহ ভারতের বিরোধী দলগুলো সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ দিতে সরকারকে চাপ দেওয়া শুরু করেছে। এর পরিপ্রেক্ষিতে দেশটির সেনারা সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও প্রকাশে সম্মতি দিয়েছে।

http://www.anandalokfoundation.com/