13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারতে পাচারের সময় শার্শায় ৩০পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

Link Copied!

যশোরের শার্শা সীমান্ত পথে ভারতে পাচারের সময় সাড়ে ৩ কেজি ওজনের ৩০ টি স্বর্ণবারসহ আশিকুর নামে  এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আশিকুর শার্শার বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
শনিবার সকালে শার্শা সীমান্তের গোগা এলাকা থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা স্বর্ণের চালানটি আটক করে।
 ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল মোহাম্মাদ তানভীর রহমান বলেন, গোপন সংবাদের তারা জানতে পারে যশোরের শার্শা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে ভারতে পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। একপর্যায়ে সন্দেহ ভাজন এক চোরাকারবারী  সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি ধাওয়া করে আটক করে। পরে তার সাথে থাকা একটি ব্যাগ থেকে সাড়ে ৩ কেজি ওজনের ৩০টি স্বর্ণবার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৫৩ লাখ টাকা। আটক স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরে ২১ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ৮ বার  অভিযানে ১০ জন আসামীসহ সর্বমোট ১৭ কেজি ৫৭৪ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। যার বাজার মূল্য- ১২ কোটি ২৬ লাখ টাকা।
http://www.anandalokfoundation.com/