13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ! মুসলিম বিরোধী নয় দাবী অমিত শাহের

Biswajit Shil
December 9, 2019 5:55 pm
Link Copied!

ভারতের লোকসভায় নাগরিকত্ব বিল পেশ হওয়ার সঙ্গে সঙ্গেই নাগরিকত্ব সংশোধনী বিল ঘিরে তুমুল হইচই । তাদের এ মন্তব্য কে গৌণ প্রমান করে ২৯৩ জন এই বিলের পক্ষে মত দিয়েছেন। ৮২ জন মত দিয়েছেন বিপক্ষে।

আজ সোমবার আলোচনার জন্য বিলটি  লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিলের একাধিক অংশ নিয়ে আপত্তি তোলে কংগ্রেস-সহ বিরোধীরা। বিলটি ‘অসাংবিধানিক‘ বলে সরব হয় তৃণমূল কংগ্রেসও। বিল ঘিরে হইচইয়ের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হিটলারে’র সঙ্গে তুলনা করেন হায়দরাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েইসি। পালটা হইচই জুড়ে দেন BJP সাংসদরাও।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের অবশ্য দাবি, ‘নাগরিকত্ব বিল মুসলিম বিরোধী নয়।’ তবে তুমুল হইহট্টগোলের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপে বাধ্য হন লোকসভার স্পিকার ওম বিড়লা

সোমবার লোকসভায় বিলটি পেশের পরই শুরু হয় আলোচনা। কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলেন, ‘এই বিলটি সংখ্যালঘু স্বার্থবিরোধী।’ যদিও জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ‘.০০১% এর জন্যও কোনও সংখ্যালঘুর বিরোধী নয় এই বিল।’ বিরোধীদের উদ্দেশে তাঁর পালটা চ্যালেঞ্জ, ‘আমি এই বিল নিয়ে সব প্রশ্নের উত্তর দেব। তবে আপনাদের ওয়াকআউট করা চলবে না।’ বিলের বিরুদ্ধে সোচ্চার হয় তৃণমূল কংগ্রেসও।

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ‘সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করছে এই বিল।’

সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সংবিধানের রচয়িতা আম্বেদকরের আদর্শের বিরোধী এই বিল!

এই আইনের পক্ষে বিজেপি এবং এনডি-এর অন্তর্ভুক্ত দলগুলি এই আইন সমর্থন করেছে । তৃণমূল মূল বিরোধিতা করলেও সাথে কংগ্রেস, সিপিএম, শিবসেনার মতো কিছু দলও বিরোধ করছে।

 কেন্দ্রীয় মন্ত্রীসভা তাদের পক্ষে অনুমোদন দিয়ে দিয়েছে। তাই চলতি অধিবেশনেই যে কোন দিন এই বিল সংসদে পেশ করা হবে।

http://www.anandalokfoundation.com/