14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক

Link Copied!

যশোরের বেনাপোল সীমান্তের  দৌলতপুরে  বিজিবি ও বিএসএফের মধ্যে সুসম্পর্ক ও সীমান্ত সুরক্ষা নিয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৬ জানুয়ারি) সকালে ২১ বিজিবি খুলনা ব্যাটালিয়নের আহ্বানে দৌলতপুর সীমান্তে ২১ বিজিবি ও ০৫ বিএসএফের মধ্যে অধিনায়ক পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের পক্ষে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ারের নেতৃত্বে ১২ জন প্রতিনিধি এবং ভারতের পক্ষে ০৫ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী রাজেন্দ্র শিংহের নেতৃত্বে ১২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
আলোচনায় শীতকালীন সময়ে গরু চোরাচালান ও মানব পাচারের সম্ভাব্য বৃদ্ধি নিয়ে প্রতিরোধে উভয় পক্ষ সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ করে বিজিবি অধিনায়ক সীমান্তে কোনো প্রকার হত্যাকাণ্ড যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান। বিএসএফের কমান্ড্যান্ট এ বিষয়ে আশ্বস্ত করেন যে, এমন কোনো ঘটনা আর ঘটবে না।  বৈঠকের শেষ পর্যায়ে, উভয়
http://www.anandalokfoundation.com/