কয়েক দিনে আকাশে মেঘ ও ঝাঁকে ঝাঁকে গুড়ি গুড়ি বৃষ্টিতে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মানুষের জনজীবন স্থবির হয়ে পড়েছে। এ দিকে দিনভর বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল ও বাজারে কেনাবেচা কমে গেছে। উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের ভ্যান চালক মোঃ কাওছার শেখ (৬০) বলেন, ২০ বছর ধরে ভ্যান চালাই। চার দিন ধরে বৃষ্টি।
রাস্তায় মানুষ জন কম। কামাইও কম। তারপরও পেটের দায়ে প্রত্যেকদিন ভ্যান চালাছি। এই অবস্থায় বৃস্টিতে শরীর দূর্বল হয়ে যাচ্ছে তারপরেও সংসার বাচানোর জন্য বৃস্টির মধ্যে ভ্যান চালাচ্ছি। তিনি আরো বলেন আমরা তো সরকারী কোন সাহায্যে পাই না।
তাই পেটের দায়ে ভ্যান চালাই। আড়পাড়া ইউনিয়নের বালুচর গ্রামের একজন দিনমুজুর টুকু মৃধা বলেন বাড়ীতে খাবার থাকলে বাজারে বিক্রি হতে যাতাম না। ঘরে খাবার নাই তাই বৃস্টি মাথায় করে মাঝিবাড়ি বাজারে বিক্রি হতে যাচ্ছি। আড়পাড়া ইউনিয়নের পুর্ব আড়পাড়া গ্রামের একজন আদর্শ কৃষক মোঃ আইউব শেখ বলেন এই বৃস্টিতে ফসলের তেমন কোন সমস্যা নাই।
তবে এইভাবে বৃস্টি হতে থাকলে বৃস্টিতে ধানকাটা ও মাঠে কাটা ধানের সমস্যা হবে। কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশীর উদ্দিন বলেন বৃষ্টির কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। এই একই কথা জানান আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকেরা।
মধুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আজিজুল হক বলেন উপজেলার কোনো ইউনিয়নে পাকা ধান নস্ট হয়ে যাওয়ার খবর নেই। এই বৃস্টিতে পাটের পক্ষে ভালো হচ্ছে। তবে বৃস্টি আরও ভারী এবং অনেকদিন থাকলে সমস্যা হবে বলে তিনি জানান।