13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ে অগ্নিকান্ডে পুড়ে গেছে তিনটি শ্রেণী কক্ষ

Ovi Pandey
February 19, 2020 11:55 pm
Link Copied!

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুরের চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ে অগ্নিকান্ডে পুড়ে গেছে তিনটি শ্রেণী কক্ষ, খোলা আকাশের নিচে চলছে পাঠদান।

গত মঙ্গলবার দিবাগত আনুমানিক রাত তিনটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ওই বিদ্যালয়ের পাশে বসবাসকারীরা জানায়। অগ্নিকান্ডে বিদ্যালয়ের তিনটি শ্রেণী কক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া পাশের শ্রেণী কক্ষগুলরও ক্ষতি সাধন হয়েছে। বিদ্যালয়ে এই অগ্নিকান্ডের ঘটনায় চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান বলেন, গত মঙ্গলবার রাত আনুমানিক দুইটা পঁয়তাল্লিশ মিনিটের সময় সহকারী শিক্ষক ইয়ারুল ইসলাম আমাকে ফোন করে জানায় স্কুলে আগুন ধরে গেছে। কিভাবে আগুন লেগেছে জানতে চাইলে তিনি বলেন স্কুলের সহ-সভাপতি শওকত আলী আমাকে জানালেন। তখন আমি শওকত আলীকে ফোন করি।

শওকত আলী বলেন স্কুলের পার্শ্বে বসবাসকারী বারেক আলী প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে স্কুলে আগুন দেখতে পেয়ে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। এমন অগ্নিকান্ডের ঘটনা কিভাবে হলো সেটা বুঝতে পারছি না। এবিষয়ে বিদ্যালয়ের সভাপতি আরিফুল এনাম বকুল বলেন, কিভাবে আগুন লেগেছে বিষয়টি অজ্ঞাত। অগ্নিকান্ডের বিষয়টি নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি। কারণ যেটাই হোক খুব অল্প সময়ের মধ্যে তা বেরিয়ে আসবে।

চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আরিফুল এনাম বকুল আরও জানান,বিদ্যালয়ে এই অগ্নিকান্ডের ঘটনা জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন জেনে দুঃখ প্রকাশ করেছেন এবং বিদ্যালয়ের সংস্কার কাজের জন্য সহযোগিতার আশ^াস দিয়েছেন। এ দিকে বিদ্যালয়ের অগ্নিকান্ডের বিষয় নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মধ্যে। হঠাৎ করে এ অগ্নিকান্ডে বিপাকে পড়েছে স্কুলের শিক্ষার্থীরা। শ্রেণী কক্ষ সহ আসবাবপত্র পুড়ে যাওয়ার কারণে খোলা মাঠে ক্লাস করছে শিক্ষার্থীরা।

http://www.anandalokfoundation.com/