14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা সৃষ্টি করে আর আওয়ামী লীগ গডফাদার তৈরি করে -গাজী কামরুল ইসলাম সজল

Link Copied!

রাজনৈতিক সচেতনতার কারণে বিএনপি গৌরনদী-আগৈলঝাড়ায় চার জন কেন্দ্রীয় নেতা উপহার দিয়েছেন। আর আওয়ামী লীগ গডফাদার তৈরি করেছেন। দক্ষিণাঞ্চলে, নারায়নগঞ্জে, ফেনীতে আর চট্টগ্রামে গডফাদার তৈরি করেছেন। বিএনপি আওয়ামী লীগের এটাই পার্থক্য। বলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

আজ ৬ সেপ্টেম্বর শনিবার আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আপনার এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। আপনারা গত ১৭ বছর পিতা/মাতা, স্ত্রী চিকিৎসা করাতে গ্রামের বাড়িতে আসতে পারেন নাই। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আপনারাও গত ১৭ বছর লড়াই সংগ্রাম করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। এজন্যেই আপনারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা।

তিনি বলেন, জিয়াউর রহমানের প্রত্যেকটি সৈনিক একটি ইমানদার, দেশপ্রেমিক সৈনিক। আমরা দেশ ও গণতন্ত্রের জন্য মরতে ও লড়তে প্রস্তুত রয়েছি। ব্যক্তি সজলের পক্ষে নয়, দল মত নির্বিশেষে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।

তিনি আরও বলেন, গত ১ সেপ্টেম্বর এই গৌরনদী আগৈলঝাড়ায় তিনটি গ্রুপে আলাদা আলাদা ভাবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আমরা খণ্ড বিখণ্ড দেখতে চাই না। আমরা ঐক্যবদ্ধ, সমষ্টিগতভাবে দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা ও খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব মেনে একসাথে বিএনপি করতে চাই।

তিনি আরও বলেন, নেতাদের কারণে যদি বিএনপি কর্মী বিভক্তি হয় তবে এর দায় নেতাদের উপর কর্মীদের উপর নয়। যারা দলকে খণ্ড বিখন্ড করার চেষ্টা করবে সেই সব নেতাদের আপনারা বয়কট করবেন। দল যদি আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দেয় তবে আপনাদেরকে নিয়ে সেই প্রার্থীর পক্ষে কাজ করব। এটাই আমার অঙ্গীকার।