× Banner
সর্বশেষ
কালকিনিতে প্রধান শিক্ষকের চোখ ক্ষতিগ্রস্থের ঘটনায় ৪দিনেও মামলা নেয়নি পুলিশ, ভুক্তভোগি ভর্তি হাসপাতালে কোটালীপাড়ায় গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী ভারতের কারাভোগ শেষে বাংলাদেশি এক নাগরিকের বেনাপোল দিয়ে প্রত্যাবর্তন হিন্দু-মুসলমান ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই: খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুরের বাউশখালী জমিদার বাড়ি আজও ধরে রেখেছে শতবর্ষের ঐতিহ্য শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও চার পরিচালক নিয়োগ ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত টেকসই ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ মৎস্যখাতের জন্য গুরুত্বপূর্ণ শ্যামনগরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলা,অপরাধীদের শাস্তির দাবী

রুপন কর অজিত

বরিশালে জমি বিরোধের জেরে বৃদ্ধাকে খুন!

অনলাইন ডেক্স
হালনাগাদ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
জমি বিরোধের জেরে বৃদ্ধাকে খুন

বরিশালে জমি নিয়ে বিরোধের জেরে সেরজান আলী (৭০) নামে এক বৃদ্ধকে মারধর করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের ইসলাম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত সেরজান আলীর সঙ্গে পার্শ্ববর্তী একটি গ্রুপের জমি নিয়ে বিরোধ চলছিল। তারই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে সেরজান আলীকে প্রতিপক্ষরা মারধর করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয় বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। নিহত সেরজান আলীর সুরৎতহাল শেষে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।


এ ক্যটাগরির আরো খবর..