সাংবাদিকতায় বিশেষ সম্মাননা হিসেবে সারাদেশের ৩০জন সাংবাদিককে রতন সরকার স্মৃতিপদক দেওয়া হয়েছে। এরমধ্যে বরিশালের দুইজন সাংবাদিক পেলেন রতন সরকার স্মৃতিপদক। তারা হলেন, দৈনিক জনকণ্ঠ পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা ও বাকেরগঞ্জ উপজেলার নিজস্ব সংবাদদাতা জিয়াউল হক।
রবিবার দুপুরে এ সম্মাননা পদক প্রদান করা হয়েছে।
সারাদেশের পেশাদার সাংবাদিকদের স্বার্থ, অধিকার, মর্যাদা রক্ষায় সর্বোচ্চ আন্তরিক ও সরকারের নিবন্ধনকৃত জাতীয় সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) যুগে পদার্পণ উৎসব অনুষ্ঠানে এ পদক তুলে দেওয়া হয়েছে। বিএমএসএফ’র ট্রাস্টি বোর্ডের আয়োজনে রবিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন, সাবেক শিল্পমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, বিশিষ্ট সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
যুগে পদার্পণ উৎসবে আলোচনা সভা, কেক কাটা, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রদানকৃত সাংবাদিক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ, নবগঠিত বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির পরিচিতি, সাংবাদিকতায় বিশেষ সম্মাননা হিসেবে প্রয়াত সাংবাদিক ‘রতন সরকার স্মৃতিপদক’ প্রদান, বিএমএসএফ’র সারাদেশের মধ্যে সেরা দশটি সংগঠনকে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে।