× Banner
সর্বশেষ
গণভোটের লক্ষ্য রাষ্ট্রব্যবস্থা সংস্কার -অধ্যাপক আলী রীয়াজ জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে পরিবর্তন আনার সুযোগ পেয়েছি -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গণভোটের পক্ষে সরকারের প্রচারণা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিরা ফ্যাসিবাদী পলাতক শক্তি -স্থানীয় সরকার উপদেষ্টা জবাবদিহিমূলক সরকার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন -মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোট অত্যন্ত জরুরি -শারমীন এস মুরশিদ ৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহ্বান ভূমি উপদেষ্টার জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে -স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন -প্রধান উপদেষ্টা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে -আলী রীয়াজ

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৩১ মে, ২০২৪
সিলেটে বন্যা পরিস্থিতি

সিলেটে বৃষ্টিপাত কম হওয়ায় কারণে বিভিন্ন এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে। সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার উপরে অবস্থান করলেও গোয়াইনঘাট ও জৈন্তাপুরে সব নদীর পানি কমে বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পানি কমলেও উপজেলাগুলোতে দেখা দিয়েছে ভাঙন। প্রবল স্রোতে ভেঙে গেছে রাস্তা-ঘাট, পুল ও কালভার্ট। পাশাপাশি কৃষি ও মৎস্য খাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, নতুন করে বৃষ্টি না হওয়ায় পানি কিছুটা কমতে শুরু করেছে। বৃষ্টিপাত আর পাহাড়ি ঢল না হলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের দুপুর ১২টার তথ্য অনুযায়ী সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার শূন্য দশমিক ৯৫ সেন্টি মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। নদীর সিলেট পয়েন্টে পানি বিপদসীমার নিচে অবস্থান করছে। কুশিয়ারা নদীর আমলশীদ পয়েন্টে পানি বিপদসীমার ২ দশমিক ০৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। তাছাড়া সারি নদীর সারিঘাট পয়েন্ট, ডাউকি নদীর জাফলং পয়েন্ট, সারি গোয়াইন নদীর সারিঘাট পয়েন্টে পানি বিপদসীমার নিচে অবস্থান করছেন।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, সিলেটে গত ২৪ ঘণ্টায় ৬১ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে ভারতের আবহাওয়া অফিসের তথ্য ঘেটে দেখা যায়, ভারতের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় ১৯৩ মিলি মিটার বৃষ্টিপাত হয়েছে
খোঁজ নিয়ে জানা গেছে, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকাতেও পানি কমতে শুরু করেছে। এদিকে দু-দিন ধরে পানিতে ডুবে থাকা গোয়াইনঘাট-সালুটিকর সড়ক এবং গোয়াইনঘাট-জাফলং সড়ক থেকে পানি নেমেছে। পানি নেমে যাওয়ার পর এ দুটি সড়কে বন্যার ক্ষত দৃশ্যমান হয়েছে। সড়ক দুটোর কয়েকটি স্থানে খানাখন্দ আর গর্ত তৈরি হয়েছে। তাছাড়া উপজেলাগুলোর কৃষক, মৎস্য চাষিরাও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন।

সড়ক ও জনপথ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী কে. এম. ফারুক হোসেন জানান, রাস্তা-ঘাটের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। ঘোয়াইনঘাটে পানি কমেছে সেখান থেকে আমরা কাজ শুরু করব।

সিলেট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, বন্যায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা এখন নির্ধারণ করা কঠিন। পানি নেমে গেলেই এ ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হবে।

তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, জেলার গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জে মোট ৫ হাজার ৬০১ হেক্টর আউশ ধান, আউশ বীজতলা ও সবজিখেত কমবেশি প্লাবিত হয়েছে। এর মধ্যে আউশ ধানের জমি রয়েছে ১ হাজার ৬৮২ হেক্টর, আউশ বীজতলা ৯২৭ হেক্টর ও সবজিখেত ২ হাজার ৯৯২ হেক্টর রয়েছে।
জেলা মৎস্য অফিসে সিনিয়র সহকারী পরিচালক সীমা রাণী বিশ্বাস জানান, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নির্ধারণ করা হচ্ছে। এর মধ্যে গোয়াইনঘাট উপজেলার তথ্য পাওয়া গেছে, এ উপজেলায় মোট ১হাজার ৬০০ জনন মৎস্য চাষি রয়েছেন। এখানে পুকুর ও খামারের সংখ্যা ২০ হাজার। এসব খামারের মাছ ও মাছের পোনা ভেসে গিয়ে ৭৪৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলার জৈন্তাপুর,গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় বেশি প্লাবিত হয়েছে। এ ছাড়া বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার কিছু গ্রামও প্লাবিত হয়েছে।

জেলার ৭টি উপজেলার ৪২টি ইউনিয়নে বন্যাকবলিত হয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ২০২ জন বাসিন্দা। এ পরিস্থিতিতে জেলার ১৩টি উপজেলায় ৫৪৭টি আশ্রয়কেন্দ্র চালু হয়েছে। পানিবন্দিদের মধ্য ৪ হাজার ৮০২ জন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, পানি কমেছে কিন্তু উপজেলার রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকা পরিদর্শন করছি পর্যায়ক্রমে দ্রুত সেগুলো মেরামত করা হবে। তাছাড়া যারা এখনো পানিবন্দি আছেন তাদের কাছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি পৌঁছে দিচ্ছি।

গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, উপজেলাটিতে তিনটি নদীর পানি এখন বিপদসীমার নিচে অবস্থান করছে। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, কালভার্টগুলো মেরামত ও সংস্কার করে যানচলাচলে উপযোগী করতে এলজিইডি কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।

এ ব্যাপারে দুপুরে দৈনিক সংবাদ সংযোগকে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, নতুন করে বৃষ্টি না হওয়ায় বন্যাকবলিত এলাকাগুলোর পানি কমতে শুরু করেছে। আর যদি বৃষ্টিপাত না হয় তাহলে পরিস্থিতির আরো উন্নত হবে। যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন তাদের শুকনা ও রান্না করা খাবার এবং বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম চলমান আছে। এ ছাড়া বন্যার্তদের স্বাস্থ্যসেবা দিতে ইউনিয়নভিত্তিক মেডিকেল টিম গঠন করা হয়েছে।

এছাড়াও যারা পানি বন্দি অবস্থায় নিজ বাড়িতে অবস্থান করছেন তাদের জন্য বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে। ইতোমধ্যেই আমরা শুকনা খাবার, চাল ও নগদ টাকা ত্রাণসামগ্রী উপজেলাসমূহে বরাদ্দ দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..