14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে চলমান বন্যায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী

Link Copied!

সিলেটে চলমান বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। সিটি করপোরেশনের অনুরোধে বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) দক্ষিণ সুরমা বড়ইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রটি রক্ষায় করা হয় এ সেনা মোতায়েন।

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশনায় ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’-এর আওতায় মাঠে নেমেছেন সেনাসদস্যরা।

এ বিদ্যুৎ উপকেন্দ্রটি থেকে সিলেট রেলওয়ে স্টেশন, শহরের পার্শ্ববর্তী বরইকান্দি, কামালবাজার, মাসুকগঞ্জ, বিসিক, লালাবাজার, শিববাড়ী ও কদমতলীর কেন্দ্রীয় বাস টার্মিনালসহ সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।

পাহাড়ি ঢল আর ভারি বৃষ্টির কারণে গত ২৭ মে সিলেটে আগাম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ২০ দিনের মাথায় দ্বিতীয় দফা বন্যায় আক্রান্ত হয়েছে নগরটি। সিলেট জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য বলছে, এ বন্যায় মহানগরের ২১টি ওয়ার্ড ও জেলার এক হাজার ৩২৩টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ৬ লাখ ৭৫ হাজার ৯৩৭ মানুষ বন্যাকবলিত। এর মধ্যে সিলেট মহানগরে অর্ধ লাখের বেশি মানুষ পানিবন্দি।

বন্যাপরিস্থিতি মোকাবিলায় জেলা ও মহানগর মিলিয়ে ৬২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে মহানগরে ৮০টি। এসব আশ্রয়কেন্দ্রে ১৭ হাজার ২৮৫ জন মানুষ আশ্রয় নিয়েছেন। তবে, বেশিরভাগ মানুষজন নিজের ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে ইচ্ছুক নন। অনেকেই আশ্রয় নিয়েছেন পাড়া-প্রতিবেশিদের উঁচু বাসা-বাড়ি বা আত্মীয়-স্বজনের ঘরে।

সিলেট মহানগরীর শাহজালাল উপশহর প্রায় পুরোটাই পানির নিচে। অনেকের বাসার নিচতলায় গলা পর্যন্ত পানি। এছাড়া যতরপুর, মেন্দিবাগ, শিবগঞ্জ, রায়নগর, সোবহানীঘাট, কালিঘাট, কামালগড়, মাছিমপুর, তালতলা, জামতলা, কাজিরবাজার, মাদিনা মার্কেট, আখালিয়া ও মেজরটিলাসহ মহানগরের অধিকাংশ এলাকা বন্যা কগোয়াইনঘাট, কোম্পানীগঞ্জসহ কয়েকটি উপজেলার পথঘাট তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক কৃষিজমির ফসল তলিয়ে গেছে, ভেসে গেছে পুকুর।

http://www.anandalokfoundation.com/