13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

১ এপ্রিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Rai Kishori
March 3, 2020 9:30 pm
Link Copied!

নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের পর্দা উঠবে ১ এপ্রিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গেমসের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাংলাদেশ গেমস আয়োজনের সাংগঠনিক কমিটির কো-চেয়ারম্যান মো. জাহিদ আহসান রাসেল।

মঙ্গলবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নবম আসরের সাংগঠনিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।  সভার পর সাংবাদিকদের সাথে আলাপকালে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ১ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন হবে নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গেমসের উদ্বোধন করবেন।

জাহিদ আহসান রাসেল আরও বলেন, বাংলাদেশ গেমস দেশের সর্ববৃহৎ ক্রীড়া আসর। আর তাই মুজিববর্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এবারেরর বাংলাদেশ গেমসকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করেছি।

আগামী ১-১০ এপ্রিল পর্যন্ত বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে।   গেমসটিতে এবার ৩১ ডিসিপ্লিনে প্রায় ১২ হাজার ক্রীড়াবিদ অংশগ্রহণ করবে। দেশের ২০ ভেনুতে ইভেন্টগুলো আয়োজিত হবে।

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন, তথ্য সচিব জনাব কামরুন নাহার, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজাসহ বিভিন্ন উপকমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/