14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়

নিউজ ডেস্ক
March 24, 2022 10:16 am
Link Copied!

বিনোদনের জগতে আরেক নক্ষত্রপতন। অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৫৮ বছর বয়সে ইহকাল ত্যাগ করলেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সাংস্কৃতিক মহলসহ অগণিত ভক্তের হৃদয়। অভিনেতার অকাল প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া। অভিষেকবাবুর দেহ আপাতত তাঁর বাড়িতেই রাখা আছে। একাধিক অভিনেতা অভিষেকবাবুর প্রয়াণের খবর পেয়ে পৌঁছেছেন তাঁর বাড়িতে। মৃত্যুকালে স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় ও এক কন্যা রেখে গেছেন।

জানা গিয়েছে, বুধবার রাতে একটি চ্যানেলের শুটিংয়ে ছিলেন অভিনেতা। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। বেশ কয়েকবার বমি করেন তিনি। সেই সময় তাঁকে হাসপাতালে ভর্তির চেষ্টা করা হয়। কিন্তু তাতে রাজি হননি তিনি। অভিষেকবাবু জানিয়েছিলেন,বাড়িতে থেকেই চিকিৎসা করাতেই চান। সেই মতো রাতে বাড়িতেই শুরু হয় চিকিৎসা। স্যালাইনও দেওয়া হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। রাত ১ টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পরেন প্রবাদ প্রতিম অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মনে করা হচ্ছে শুটিংয়ের সময় জল কম খাওয়ার জেরে ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল তাঁর। এর জেরেই অকালে মৃত্যু কোলে ঢলে পড়লেন তিনি।

আজই সম্ভবত শেষকৃত্য হবে অভিষেক চট্টোপাধ্যায়ের। দীর্ঘদিনের সহকর্মী তথা বন্ধুর প্রয়াণে মানসিকভাবে বিপর্যস্ত লাবনী সরকার। তিনি জানান, “বন্ধু, পরিবার হারালাম। ভাবতেই পারছি না, অভিষেক নেই। ও আর আমার সঙ্গে কথা বলবে না। এখন ওর পরিবারের পাশে থাকাই প্রধান।”অভিষেক পরিবার

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে অভিনেত্রী শতাব্দী রায় বলেন, “বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন অভিষেক। আমি তাঁকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিই। আমি মেনে নিতে পারছি না যে অভিষেক দা আর নেই। আজ ওকে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে যে কেন ও হাসপাতালে গেল না! এত জেদ কেন করল? কেন গেল না ও।” কী কারণে অভিনেতার আচমকা প্রয়াণ। অভিনেত্রী জানান, ফুড পয়েজিনিং হয়েছিল তাঁর। যদিও এখনও অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

অতীতে একাধিকবার তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের বিরুদ্ধে কেরিয়ার নষ্টের অভিযোগ তুলেছিলেন। বিভিন্ন ইন্টারভিউতে ভোকাল হয়েছিলেন এই অভিনেতা।

প্রসঙ্গত, ১৯৬৪ সালের ৩ এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। নব্বইয়ের দশকে একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা। ১৯৮৬সালে তরুণ মজুমদারের ছবি পথভোলা দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ তাঁর। একটা সময়ে নিয়মিত সিনেমার কাজ করেছেন অভিষেক। তাঁর উল্লেখ্যযোগ্য ছবিগুলির মধ্যে আছে, মায়ার বাঁধন, জয়বাবা ভোলানাথ, মায়ের আঁচল, গীত সংগীত, সুজন সখী। অল্প সময়ে  দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়ও হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু মাঝে কাজ থেকে দীর্ঘ বিরতি নেন। সম্প্রতি ফের ধারাবাহিকে কাজ শুরু করেছিলেন। ফিরে এসেই নতুন করে মন কেড়েছিলেন দর্শকদের। এর মাঝেই দুঃসংবাদ।

http://www.anandalokfoundation.com/