14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

প্রিয়জনের রেগে কথা না বললে, যা করবেন!

admin
August 31, 2017 4:05 pm
Link Copied!

দি নিউজ ডেস্কঃ ঝগড়া হয়েছে অনেক বারই কিন্তু এবার একটুবেশি বাড়াবাড়ি হয়ে গেছে৷ আর সেকারণেই বেজায়খাপ্পা আপনার মনের মানুষটি৷ আগে যতবারইঝগড়া হোক না কেন সমস্যা সহজেই মিটেছে৷ কিন্তুএবার যেমন তার রাগ আর কিছুতে কমতে চাইছে না৷তাই আপনার মনেও জমেছে একরাশ চিন্তা৷মাঝে মাঝে প্রেমের সম্পর্কে ঝগড়া হওয়া ভাল৷কিন্তু মনের মানুষ একটু বেশি অভিমানী হলে তাররাগ ভাঙানো একটু মুশকিল হয়ে পড়ে৷ তবে এবারদুশ্চিন্তা ছেড়ে দিন৷ মনের মানুষের রাগ ভাঙাবেন কিভাবে তারই কয়েকটি টিপস রইল আপনার জন্য৷অনেক সময় দোষ না করলেও ‘সরি’ নিজেই বলুন ৷ প্রিয়জনের কিছু মজার রসিকতা সহজে বিশ্াস করবেন না। যেমন ফেইসবুক, অনলাইনে আপনাকে একটু রাগানোর চেষ্টা করবে সাথে আপনাকে পরিক্ষাও করল, শান্ত হহয়ে বোঝার চেষ্টা করবেন। প্রিয়জন ইন্টারনেটের মধ্যে সীমাবদ্ধ নই। যে আপনাকে ভালোবাসে বেশি আপনাকে চোখে চোখে রাখার চেষ্টা করবে এটা টিক, তাই বলে সন্দেহ নই। যদিও আপনার দোষ নেই তবু সরি বলবেন। সরি বললেই যে আপনি ছোট হয়ে গেলেন তা কিন্তুনয় ৷ দুপক্ষেপই যদি দোষ থাকে তবে কখনইএকা ঝগড়া করা যাবে না ৷ নিজে দোষকরলে তা স্বীকার করুন ৷ যদি আপনি ছোটখাট কোনভুলও করে থাকেন তাহলেও ক্ষমা চেয়ে নিন ৷এমনটা করলে আপনার মনের মানুষের রাগ বেশিক্ষণআর থাকবে না ৷অল্প সময়ের মধ্যেই যদি মনের মানুষের রাগভাঙাতে চান তবে শক্ত করে জরিয়ে ধরুন তাকে ৷এমনটা করলে মনের মানুষের রাগ নিমেষেই গলে জলহয়ে যাবে ৷ শক্ত আলিঙ্গন সাধারনত ভালবাসারপরিমাণ প্রকাশ করে ৷ আর মনের মানুষেরআভিমানী মুহুর্তে আলিঙ্গন তাকে আপনার আরওকাছে আনতে বাধ্য করবে ৷মনের মানুষ রাগ করে থাকলে তাকে তার পছন্দেরকোন জিনিষ উপহার দিতে পারেন ৷ তবে উপহারযে দামি কিছু হতে হবে তার কোন মানে নেই৷ তারপ্রিয় ফুল বা চকলেট উপহার দিতে পারেন ৷ হয়তপ্রথমে তিনি একটু মুখ গোমরা করে থাকবেন কিন্তুরাগ গলতে বেশি সময় লাগবে না ৷একটা গান মনে পড়ে গেল, ‘ভালবাসা মানে আর্চিসগ্যালারি’৷ তেমনই ভালবাসার মানুষের রাগ ভালানোরসবচেয়ে ভাল উপায় হলএকটা কার্ডে সরি লিখে তাকে পাঠানো ৷ আবারএকটা কার্ডে ম্যাজিক্যাল তিনটি শব্দ লিখেওতাকে দিতে পারেন ৷ এছাড়াও তার পছন্দেরএকটি কেক কিনে তার উপর সরি লিখেওতাকে দিতে পারেন ৷

http://www.anandalokfoundation.com/