14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাউনিয়ায় মাদকের রমরমা ব্যবসা!

Link Copied!

বরিশাল নগরীর কাউনিয়া এলাকার কমিশনার গলিতে মাদক ব্যবসা ভয়াবহ আকার ধারণ করেছে। এতে ওই এলাকার তরুণ সমাজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, মীর সোহেল, ফয়সাল আহমেদ ও ছাব্বির(সাবু) এর নেতৃত্বে প্রকাশ্যে চলছে মাদকের রমরমা কেনাবেচা। প্রশাসনের নাকের ডগায় এই চক্র সক্রিয় থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না, যা স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর ২নং ওয়ার্ডস্থ কমিশানার গলিতে সকাল ১১টা থেকে গভীর রাত পর্যন্ত চলে মাদক কেনাবেচা। সোহেল মীর,ফয়সাল ও ছাব্বিরে সহযোগীরা বিভিন্ন স্থানে বসে অবাধে মাদক বিক্রি করছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। অভিযোগ রয়েছে, স্থানীয় কিছু নেতাকর্মীদের ছত্রছায়ায় এরা মাদক ব্যবসা পরিচালনা করছে, ফলে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর পদক্ষেপ নিতে পারছে না।

এলাকাবাসীর মতে, সহজলভ্যতার কারণে এলাকার অনেক তরুণ মাদকের আসক্ত হয়ে পড়ছে। শুধু নেশা নয়, তারা চুরি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ছে। এলাকার অভিভাবকরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এবং প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি করছেন।

অনুষন্ধানে জানা যায়, সোহেল মীর বহু বছর ধরে ইয়ারা ব্যবসার সাথে জড়িত। একাধিকবার মাদকসহ আটক হলেও বের হয়ে পুনরায় মাদক ব্যবসা শুরু করে। বিগত ফ্যাসিবাদ সরকার আ.লীগের আমলে স্থানীয় নেতা রাইজ আহমেদ মান্নার ছত্রছায়ায় এই মাদক ব্যবসা চালাতে তিনি। পরবর্তীতে সরকার পতনের পর স্থানীয় কিছু বিএনপির নেতাকর্মীর ছত্রছায়ায় চলে এসে পুনরায় মাদকের রমরমা ব্যবসা শুরুকরে। গোপনসুত্রে জানাযায়,

সাংবাদিক পরিচয়ে স্থানীয় এক ব্যক্তি ও প্রশাসনের সোর্স পরিচয়ে এক ব্যক্তি তাকে মাদক ব্যবসায় সহায়তা করেন।

তালেতাল মিলিয়ে একসময়ের নামকরা ফ্যান্সিডিল ব্যবসায়ী টাক ফারুখের ছেলে ফয়সাল আহমেদ একই এলাকায় বেশ কিছু বছর ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। অভিযোগ রয়েছে এই ফয়সালও বিগত দিনে ফ্যাসিবাদ সরকার আ.লীগের আমলে স্থানীয় নেতা অসীম দেওয়ানের অনুসারী ছিলেন। যার ফলে নেতার ছত্রছায়াতেই মাদক ব্যবসা চালতেন। খোজনিয়ে আরো জানাযায়, ছাত্রজনতার আন্দলনের সময় অসীম বাহিনীর সাথে মোহরা দেয়ার পাশাপাশি ছাত্রদের উপর হামলার সাথেও জড়িত তিনি। রয়েছে তারনামে একাধিক মামলাও।

 

অন্যদিকে ডিবি পুলিশ ও মাদক অধিদপ্তরে হাতে একাধিকবার আটক হওয়ার পরও দমানো যাচ্ছেনা কমিশনার গলিরই ছাব্বির ওরফে সাবুকে। সুত্রে জানা যায় একাধিকবার মাদক অধিদপ্তর তার বাসায় অভিযান চালায়। কিন্তু এলাকায় তার একটি কিশোর গ্যাং রয়েছে যারা প্রশাসন দেখলেই তাকে তাকে হুশিয়ার করে দেয়। কিছুদিন পূর্বে এলাকাবাসী তাকে মাদক বিক্রির কারনে এলাকা থেকে বের করে দেয়। বর্তমানে স্থানীয় কিছু বিএনপির নেতাদের সাথে আততায়ীতা করে পুনরায় মাদকের রমরমা ব্যবসা শুরু করে।

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।”

তবে এলাকাবাসীর দাবি, অভিযানের পাশাপাশি মাদকচক্রের মূল হোতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এতে করে একদিকে যেমন কাউনিয়া এলাকা মাদকমুক্ত হবে, অন্যদিকে তরুণ প্রজন্ম বাঁচবে মাদকের ভয়াল ছোবল থেকে।

 

 

http://www.anandalokfoundation.com/