গাইবান্ধার সুন্দরগঞ্জে দুই প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে এসে দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। আটককৃতরা হলেন, প্রবাসী রাশেদুল এর স্ত্রী ইয়াসমিন (২০) ও শহিদুলের স্ত্রী আফরিনা (১৯)। এই নারীরা নিজ দুই প্রবাসী ভাইয়ের স্ত্রী। দুই যুবকের একজন একই উপজেলার পাঁচ- পীর এলাকার আলমগীর (২৫) আরেকজন হলেন রামজীবন ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মারুফ( ২৪)।
২৬ আগস্ট(মঙ্গলবার) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম রামজীবন ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভাটিয়াপাড়ার ভাটিয়াপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
৯৯৯ স্থানীয়রা ফোন দিলে ঘটনাস্থলে গিয়ে চারজন নারী-পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার এসআই মোবারক আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, রামজীবন ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের বাড়ীর তিন ছেলের সবাই বিবাহিত, বড় ছেলে দেশেই কৃষিকাজ করে এবং আলাদা সংসার। বাকী দুই ভাই শহিদুল ও রাশেদুল সৌদি প্রবাসী, একই কোম্পানীতে কাজ করে। মায়ের সাথে মিলে একই সংসার। এক বউয়ের একটি ৭ বছরের ছেলে আছে। আরেক বউ এর কোন সন্তান নেই।
এই প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীর সাথে আলমগীর ও মারুফের সম্পর্ক গড়ে ওঠে । এরই এক পর্যায়ে গত সোমবার রাত তিনটার দিকে এই দুই যুবক এই দুই প্রবাসী নারীর ঘরে রাত্রি যাপন করে। এরপর গভীর রাতে শাশুড়ী টের পেয়ে সকাল ৬ টার দিকে লোকজন ডেকে সকাল আটটা থেকে দুপুর ২ টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে। এছাড়া দুই নারী ও দুই যুবককে স্থানীয়রা মারধর করেন। পরে দুই যুবকের মাথার মাঝ খানের চুল কেটে দেন এবং চারজন নারী ও পুরুষকে দড়ি ও জুতার মালা পরিয়ে বেঁধে রাখেন। এ রকম অবস্থায় তাদের প্রায় আট ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়। এরপর স্থানীয়রা ৯৯৯ ফোন দিলেই ঘটনাস্থলে পুলিশ এসে তাদের সুন্দরগঞ্জ থানায় নিয়ে যান। পরে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠান পুলিশ। এ ঘটনা এলাকায় নানা রকম আলোচনা সমালোচনা শুরু হয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা আলম মিয়া বলেন, এরা রাত তিনটার দিকে এই দুই নারীর ঘরে প্রবেশ করে। এমনকি দুই যুবক গরুর মাংস নিয়ে চারজন মিলে খাওয়া দাওয়া করে এবং রাত্রে অনৈতিক কাজ করেন। এদের শাস্তি হওয়া উচিত।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ৯৯৯ স্থানীয়রা ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ যায়। পরে তাদের থানায় নিয়ে এসে আদালতের মাধ্যমে কারাগারে সন্ধ্যায় পাঠানো হয়। তবে এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি।