13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

প্রথম ধাপে ৭১৭ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু

admin
March 22, 2016 7:57 am
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ প্রথম ধাপে ৭১৭টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ আজ। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ।

দেশে এবারই প্রথম দলীয় প্রতীকে স্থানীয় পর্যায়ের এই নির্বাচন হচ্ছে। নির্বাচন নির্বিঘ্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে ৭৫২টি ইউনিয়ন পরিষদ ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরমধ্যে ভোলার ছয়টিসহ ২১ ইউনিয়ন পরিষদে নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। এদিকে, এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ৫৬ চেয়ারম্যান প্রার্থী।

এর মধ্যে শুধু বাগেরহাটেই আছেন ৩৩ জন। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দেবে প্রায় ১ কোটি ১৯ লাখ ভোটার। চেয়ারম্যান পদে ৩ হাজার ৪৩ জন, সংরক্ষিত আসনে ৭ হাজার ৫৭৫ ও সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ হাজার ৮৪৭ জন। এদিকে, ১১টি ইউনিয়নে ভোট নেয়া হবে কাল, আর ২৭ মার্চ ভোট হবে আরো দুটি ইউনিয়নে।

প্রথম ধাপে ৭১৭টি ইউনিয়ন পরিষদে ভোট আজ। ১১টিতে ভোট নেয়া হবে বুধবার, আর ২৭ মার্চ ভোট হবে আরো দুটি ইউনিয়নে।

নির্বাচন কমিশন প্রথম পর্যায়ে ৭৫২টি ইউনিয়ন পরিষদ ভোটের তফসিল ঘোষণা করে। এরমধ্যে ভোলার ছয়টিসহ ২১ ইউনিয়ন পরিষদে নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। এদিকে, এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ৫৬ চেয়ারম্যান প্রার্থী। এর মধ্যে শুধু বাগেরহাটেই আছেন ৩৩ জন।

প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দেবে প্রায় ১ কোটি ১৯ লাখ ভোটার। চেয়ারম্যান পদে ৩ হাজার ৪৩ জন, সংরক্ষিত আসনে ৭ হাজার ৫৭৫ ও সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ হাজার ৮৪৭ জন।

http://www.anandalokfoundation.com/