× Banner
সর্বশেষ
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা পাইকগাছার গদাইপুর বাজারে গাছের চারার হাট জমে উঠেছে ডাসারে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু, নবজাতকসহ আহত ৪ তামাক চাষ বাড়লে, বিলুপ্ত হবে ইলিশ কালকিনিতে প্রধান শিক্ষকের চোখ ক্ষতিগ্রস্থের ঘটনায় ৪দিনেও মামলা নেয়নি পুলিশ, ভুক্তভোগি ভর্তি হাসপাতালে কোটালীপাড়ায় গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী ভারতের কারাভোগ শেষে বাংলাদেশি এক নাগরিকের বেনাপোল দিয়ে প্রত্যাবর্তন হিন্দু-মুসলমান ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই: খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুরের বাউশখালী জমিদার বাড়ি আজও ধরে রেখেছে শতবর্ষের ঐতিহ্য

পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা

SDutta
হালনাগাদ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্ক: প্রথমবারের মতো স্কুল হ্যান্ডবলে থাকছে হোম এন্ড অ্যাওয়ে ফরম্যাট ।ফুটবলের মতো এবার স্কুলে হ্যান্ডবলে থাকছে হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাট। আগামী ১৮ সেপ্টেম্বর পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবলের প্লেটপর্ব। প্লেটপর্বে বালক বিভাগে ১৬টি এবংবালিকা বিভাগে ১০টি স্কুল দল অংশগ্রহণ করবে। বালক ও বালিকা উভয় বিভাগে গ্রুপ পর্ব শেষে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হবে কাপ পর্ব। যেখানে গত স্কুল প্রতিযোগিতার বালক ও বালিকা বিভাগের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী দল ও প্লেট পর্বের ১ হতে ৭ম স্থান অধিকারী দল মোট ১০ টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে লিগ পদ্ধতিতে খেলবে। গ্রুপ লিগ শেষে ক্রস পদ্ধতিতে সেমিফাইনাল, ৩য় ৪র্থ স্থান ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

প্লেট পর্বের চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলকে এবং কাপ পর্বের ১ম থেকে ৪র্থ স্থান অধিকারী দলকে পুরস্কার, সার্টিফিকেট এবং ১ম, ২য়, ৩য় স্থান ও সেরা খেলোয়াড়কে পুরস্কার ও প্রাইজমানী প্রদান করা হবে।

কাপ পর্ব থেকে ৬টি দল নিয়ে সুপারসিক্স অনুষ্ঠিত হবে। সুপারসিক্স হতে ৪টি দল নিয়ে হোম এন্ড এ্যাওয়ে পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।হোম এন্ড এ্যাওয়ে হতে ৩টি দল জাতীয় প্রতিযোগিতায় অংশ নিবে।

প্লেট পর্বের বালকবিভাগে চার গ্রুপে অংশ নেবে ১৬টি দল। এ গুলো হলো: ক গ্রুপে: মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল, বিসিআইসি কলেজ, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল। খ গ্রুপে:বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ নির্ঝর, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, নৌবাহিনী কলেজ ঢাকা। গ গ্রুপে:বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মহাখালী, বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুল, মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়, আইডিয়াল স্কুল কলেজ, মতিঝিল। ঘ গ্রুপে: অংশ নেবে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা গভ: মুসলিম হাইস্কুল, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়।

বালিকাবিভাগে ক গ্রুপে: খেলবে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ (বনানী), সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ (মালিবাগ)।খ গ্রুপে: বিএএফ শাহীন হাজী আশ্রাফ আলী স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, জুভেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নৌ বাহিনী কলেজ ঢাকা। প্লেট গ্রুপের ফাইনাল ২২ সেপ্টেম্বর।

কাপ পর্বে সরাসরি খেলবে ৬টি দল। এর মধ্যে ছেলেদের বিভাগে খেলবে সানিডেল, সেন্ট গ্রেগরি ও নারিন্দা উচ্চ বিদ্যালয়। মেয়েদের বিভাগে খেলবে সানিডেল, ভিকারুননিসানূন স্কুল অ্যান্ড কলেজ ও শহীদ বীরউত্তম লে: আনোয়ার গার্লস কলেজ এই তিনটি দল ছিল গত আসরের চ্যাম্পিয়ন, রানার্স আপ ও তৃতীয়।

স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারন সম্পাদক মো: সালাউদ্দিন আহম্মেদ, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা (জাতীয় ও স্থানীয়পর্যায়)‘‘আয়োজন ও উন্নয়ন ব্যবস্থাপনা’’কমিটির আহবায়ক গোলাম হাবীব এবং সদস্য সচিব মো: মিজানুলইসলাম, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেড- এর হেড অব মার্কেটিং জনাব আবদুল্লাহ আল মামুন


এ ক্যটাগরির আরো খবর..