× Banner

সওকত হোসেন, মালয়েশিয় প্রতিনিধি

পাসপোর্ট নিয়ে মালয়েশিয়া প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ হাইকমিশন

অনলাইন ডেক্স
হালনাগাদ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
মালয়েশিয়া প্রবাসীদের সতর্ক

মালয়েশিয়া প্রবাসীদের সতর্ক । মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে সতর্ক করেছে হাইকমিশন। পাসপোর্ট সেবা সংক্রান্ত বিষয়ে হাইকমিশন একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হাইকমিশনের ফেসবুক পেজে এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, একটি অসাধু চক্র জালিয়াতির আশ্রয় নিয়ে হাইকমিশনের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপ খুলে প্রবাসীদের মাঝে দ্রুত সময়ে পাসপোর্ট সেবা দেওয়ার নামে নানাভাবে প্রতারিত করে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে জেনেছে হাইকমিশন।

মিশনের পক্ষ থেকে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় এই প্রতারক চক্রদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রবাসীদের প্রদত্ত তথ্যও গৃহীত হবে। এছাড়া প্রতারকদের যে কোনো তথ্য মিশনের ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে প্রতারকদের বিষয়ে তথ্য পাঠাতে (mission.kualalumpur@mofa.gov.bd) মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে। দালাল ও প্রতারক চক্র থেকে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন।


এ ক্যটাগরির আরো খবর..