13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে শিখ ধর্মগুরুর জন্মোৎসবে যাচ্ছেন ৫০০ ভারতীয় শিখ

Rai Kishori
July 31, 2019 9:53 am
Link Copied!

সামনেই রয়েছে শিখ ধর্মগুরু নানকের ৫৫০তম জন্মদিন। সেই উপলক্ষ্যে পাকিস্তানের নানক সাহিবে আয়োজন করা হয়েছে ধর্মীয় অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে যোগ দিতেই এবার পাকিস্তান পাড়ি দিলেন ৫০০ জন ভারতীয় শিখ ধর্মাবলম্বী। একটি বিশেষ জাঠা করে পাকিস্তানে পাড়ি দিলেন তাঁরা। মঙ্গলবার আটারি থেকে ওয়াঘা সীমান্ত পেরিয়ে শিখ ভক্তরা নাম সংকীর্তনে অংশ নেবেন।

আগামী ১ অগাস্ট সূচনা হবে শিখ ধর্মগুরুর ৫৫০ তম জন্মজয়ন্তী উৎসবের। নানকের জন্মস্থান নান কানা সাহিবে ৫৫০ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানের সূচনা হবে। তারপরেই সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে নানকের জন্মদিনের অনুষ্ঠান। ৩০ অগাস্ট শেষ হবে অনুষ্ঠান। পাকিস্তানে সূচনা হলেও ভারতের সুলতানপুরের লোধিতেই সংঘটিত হবে অনুষ্ঠানের অন্তিম পর্যায়।

এই অনুষ্ঠানে যোগ দিতেই পাকিস্তান রওনা দিয়েছেন ভারতীয় শিখরা। ওয়াঘা সীমান্ত হয়ে গুরুনানকের জন্মস্থান নান কানা সাহিবে পৌঁছবেন তাঁরা। তারপরেই যোগ দেবেন অনুষ্ঠানে। শিখ সম্প্রদায়ের কাছে এই নাম সংকীর্তন খুবই পবিত্র বলে মান্য করা হয়। ৫০৪ জন যাত্রীর ভিসার অনুমোদন ইতিমধ্যে দিয়েছে পাকিস্তান দূতাবাস।

http://www.anandalokfoundation.com/