ভারত সবসময়ে পাকিস্তানে মতো ব্যর্থ রাষ্ট্রের তুলনায় অনেক বেশি শক্তিশালী থাকবে। পাকিস্তান তাদের একাধিক গোষ্ঠীর মধ্যেই শান্তি রাখতে পারে না। ইরান, আফগানিস্তানের মতো পড়শিদের সঙ্গেও তাদের সখ্য নেই।’ পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার জন্য কেন্দ্রের কাছে আবেদন করেছেন এআইএমআইএম প্রধান ও হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি।
শনিবারের হায়দরাবাদেই একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানকে তুলোধনা করেন আসাদউদ্দিন।
ওয়েইসির তোপ রাগিয়ে বলেন, ‘পাকিস্তান একটি ব্যর্থ রাষ্ট্র’, তাঁর আরও দাবি, ভারতের এই পড়শি দেশ কোনওদিন ভারতকে ‘শান্তিতে থাকতে দেবে না’। কেন্দ্রের কিছু পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন আসাদউদ্দিন ওয়েইসি।
তিনি বলেন, ‘মোদী সরকার বিমান ও জাহাজ চলাচল বন্ধ করে ঠিক পদক্ষেপ নিয়েছে। তবে আরও কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের দ্বিজাতি তত্ত্বের সমর্থনে সওয়াল নিয়েও প্রশ্ন তুলেছেন এআইএমআইএম প্রধান। তাঁর কটাক্ষ, ‘ওঁর মনে রাখা উচিত ভারতে বসবাসকারী মুসলিমরা ১৯৪৭ সালেই জিন্নাহ-র দ্বি-জাতি তত্ত্বকে খারিজ করেছিলেন। তাঁদের বংশধরেরা কোনও অবস্থাতেই এই জমি ছাড়বেন না।’
পহেলগামে জঙ্গি হামলার পরে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন হায়দরাবাদের সাংসদ। পাকিস্তানকে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF)-এর গ্রে তালিকায় তুলতে যাবতীয় পদক্ষেপ করার জন্য দাবি জানিয়েছেন ওয়েইসি।