এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে পুকুরে পানিতে ডুবে তুতি রানী (১০) ও রহিমা বেগম (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। ৮ আগষ্ট (সোমবার) দুপুরে পঞ্চগড়ে সদর উপজেলার কামাত-কাজলদিঘী ইউনিয়নের ছবারভিটা গ্রামে এ ঘটনা ঘটে। তুতি ওই এলাকার জয়কুমারের মেয়ে এবং রহিমা বেগম একই গ্রামের হাসিবুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুরে তুতি রানী ও রহিমা বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে দুইজনের মৃত্যু হয়। জেলার সদর উপজেলার কামাত-কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাহার আলী দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।