× Banner
সর্বশেষ
কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগ গৌরনদীতে বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বরিশাল আসছেন প্রধান বিচারপতিসহ চারজন বিচারপতি বরিশালে ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধিতে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর আগৈলঝাড়ায় যুবলীগ নেতা জাকির গ্রেপ্তার নড়াইলে একুশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার  আনোয়ারুল সভাপতি, জয়নাল সম্পাদক কালীগঞ্জে প্রবীন হিতৈষী সংঘের কমিটি গঠন ডাসারে পুলিশের অভিযানে আলোচিত মাদক ব্যবসায়ীসহ আটক ৩ ঢাকাসহ তিনটি জেলায় অবৈধ গ্যাস ও জ্বালানি তেল সংযোগ বিচ্ছিন্নকরণে বিশেষ নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা

পঞ্চগড়ের পুরোহিত হত্যা জেএমবি সদস্য আলমগীরের স্বীকারোক্তি

admin
হালনাগাদ: বুধবার, ২ মার্চ, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠেরপুরোহিত যজ্ঞেশ্বর রায়হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত জেএমবি সদস্য আলমগীর হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দিদিয়েছেন।

১ মার্চ  বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারজিয়াখাতুন এর আদালতে ১৬৪ ধারায়হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথাস্বীকার করেন তিনি।২১ ফেব্রুয়ারি পুরোহিতহত্যাকাণ্ডের ঘটনায় গত বৃস্পতিবার গভীর রাতে দেবীগঞ্জের সুন্দর দীঘি ইউনিয়নের কালিরডাংগা গ্রামেরহারিজ আলী, একই উপজেলারদণ্ডপাল ইউনিয়নের প্রধানাবাদগ্রামের রমজান আলী এবং উপজেলাসদরের কামাতপাড়া গ্রামের আলমগীর হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃতদুইটি পিস্তল, চাপাতিসহ বেশ কিছুঅস্ত্র উদ্ধার করা হয়।এর আগে শনিবার আদালত তিন আসামির প্রত্যেকের ১৮ দিন করেরিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডেএমবি সদস্য স্বীকারোক্তি করলে১৬৪ ধারায় জবানবন্দির জন্য১ মার্চ  দুপুরে তাকে সিনিয়রজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেহাজির করা হয়।  ঘটনার দিনগ্রেফতারকৃত অপর তিন আসামিওবর্তমানে রিমান্ডে আছেন।পুরোহিতহত্যাকাণ্ডের ঘটনায় বর্তমানেগ্রেফতারকৃত ছয় জেএমবি সদস্যরিমান্ডে আছে।

এদের মধ্যে ঘটনার দিন গ্রেফতারকৃত তিন জেএমবি সদস্য১৫ দিনের এবং আলমগীরসহ বৃহষ্পতিবার গ্রেফতারকৃত তিনআসামির ১৮ দিনের রিমান্ড মঞ্জুরকরেন আদালত। এদের মধ্যে জেএমবিসদস্য আলমগীর হোসেন হত্যাকাণ্ডেনিজে সম্পৃক্ত থাকার কথা স্বীকারকরে ১৬৪ ধারায় জবানবন্দিদিয়েছেন। অন্য আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে ।


এ ক্যটাগরির আরো খবর..