মেহের আমজাদ, মেহেরপুর (১৭/০৩/১৬) ঃনানা কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৬ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে জেলা প্রশাসক শফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম।
এরপর পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার হামিদুল আলম, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।