14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নতুন বছরের সুচনা বৃষ্টি দিয়ে?  

ডেস্ক
April 14, 2025 1:21 pm
Link Copied!

আজ নববর্ষের প্রথম দিন। বর্ণাঢ্য সব আয়োজনে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে দেশবাসী। বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্ঠানে নেচে-গেয়ে সকাল থেকেই মেতে উঠেছে সারা দেশের মানুষ। নতুন বছরের সুচনা হতে পারে বৃষ্টি দিয়ে?

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, দেশজুড়েই আজ বৃষ্টি ঝরতে পারে। এ ছাড়া যেসব জায়গায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কোথাও কোথাও কমতে পারে।

সংস্থাটি জানায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে  বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটি ও চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৫ মিলিমিটার।

http://www.anandalokfoundation.com/