নওগাঁর ধামইরহাটে সৈরাচার আওয়ামী সরকারের দোসর, ক্ষমতার অপব্যবহারকারী রঘুনাথপুর কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় ছাত্র জনতা ও এলাকাবাসী।
২১ আগস্ট দুপুর ১২ টায় মাদ্রাসার প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী আন্দোলন কর্মসূচিতে হাজারও অভিভাবকগণ বিশেষ করে নারী ও শিক্ষার্থীদের মা’য়েরা একাত্বতা প্রকাশ করে মিছিলে অংশগ্রহণ করেন ও বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আগামী রবিবারের মধ্যে তাকে অপসারণেরও আলটিমেটার দেন অভিভাবকগন। বহুরুপী রাজনৈতিক রুপ ধারণকারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বিভিন্ন অনিয়ম-দূর্নীতি, প্রতিষ্ঠানকে দলীয় আড্ডাখানায় পরিনত করে শিক্ষার পরিবেশ নষ্ট করা, প্রতিষ্ঠানে ঠিকমত না আসা, শিক্ষার্থী ও পাসের হার কমে যাওয়া সহ ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানকে ডুবে দিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম।
সম্প্রতি বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী দোসরদের নিয়ে এডহক কমিটির পরিকল্পনা করলে স্থানীয়রা বাধা দেন অধ্যক্ষকে। তাতে অধ্যক্ষ রফিকুল ক্ষিপ্ত হয়ে স্থানীয়দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে হয়রানী করলে ফুসে উঠে এলাকাবাসীরা। সাবেক প্রতিমন্ত্রীর ছত্রছাঁয়ায় অধ্যক্ষ রফিকুল ইসলাম বিগত সৈর সরকারের সময় বানোয়াট মামলা দিয়ে ভিন্নমতের মানুষ তথা বিএনপি নেতাকর্মীদের হয়রানী ও মামলার পরিচালনার নামে বিদ্যালয়ের অর্থ লুটপাট করারও অভিযোগ করেন অভিভাবকগণ। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ভুক্তভোগী রুবেল হোসেন, আব্দুল লতিফ, আংগুর, সাবেক ইউপি সদস্য ফেন্সীআরা, ছাত্রনেতা ওয়াসিফ আরাফাত অভি প্রমুখ।
উল্লেখ্য সম্প্রতি ২০২৫ সালের দাখিল পরীক্ষায় ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭জনই ফেল করে, যার কামিল মাদ্রাসা হিসেবে হাস্যকর ও উদ্বেগজনক। মাত্র ৪০/৫০ জন শিক্ষার্থীদের দিয়ে চলে এই প্রতিষ্ঠান যেখানে শিক্ষক সংখ্যায় প্রায় ৪০ জনের মত। শুধু মাত্র মাসিক বেতনের আশায় তারা মাদ্রাসায় হাজিরা দিতে আসে বলেও ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন শিক্ষার্থীরাও।