14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ধর্মের পুন্যভূমি নেপাল থেকে বিধর্মী কমিউনিজমের বিদায়

নারায়ন দেবনাথ
September 9, 2025 9:28 pm
Link Copied!

নেপালে কমিউনিস্ট শাসনের অবসান হলো। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দুর্বার গনআন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন। ‘ধর্ম এব হতো হন্তি ধর্ম রক্ষতি রক্ষিতঃ। তস্মাদ্ধর্মো ন হন্তব্যো মা নো ধর্মো হতোহব এন’।

ধর্মকে তুমি রক্ষা করলে ধর্ম তোমাকে অবশ্যই রক্ষা করবে। তাই ধর্মকে হত্যা করা উচিত নয়। যাতে ধর্ম আমাদের দ্বারা নিহত না হয়। মহাভারতের যুদ্ধে ভগবান কৃষ্ণের এই শ্লোকে কর্মফলের নীতি তুলে ধরা হয়েছে। যদি কেউ নিজের ধর্ম ন্যায় নীতি সঠিক ভাবে পালন করে তবে ধর্মই তাকে রক্ষা করবে।

নেপালে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি যেভাবে ধর্মের পুন্যভূমি নেপাল থেকে ধর্মকে বিতারিত করে সিংহাসনে আরোহন করেছিলেন ভাগ্যের কি নির্মম পরিহাস ধর্মই তাকে সিংহাসনচ্যুত করলো।

গতকালের পর আজও নেপাল ছিল উত্তাল। গনজোয়ারের সামনে কমিউনিস্টদের দুর্নীতি দুঃশাসন সব ভেসে গেল অতলে। কেপি শর্মা ওলি দেশ ছেড়ে পালাতে পারেন। দাবি উঠেছে তাকে গ্রেফতারের। পরিস্থিতির যদি আরও অবনতি হয় তাহলে কেপি শর্মা পালাতে পারবেন না।

কেপি শর্মার দুর্ভাগ্য ভারতের সাথে তার অহিনকুল সম্পর্ক থাকায় সে ভারতেও আসবে বলে মনে হয় না। অথবা কেপি শর্মা যদি কুটনৈতিক স্তরে ভারতের কাছে সাহায্যের আবেদন করে তাহলে ভারত যেভাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধার করে দিল্লিতে নিয়ে এসেছিল ঠিক তেমনি কেপি শর্মাকেও নিরাপদ নিয়ে আসবে। তবে কেপি শর্মা এখনো ভারতে আসতে চাননি। তিনি স্বাস্থ্যগত কারণে দুবাই চলে যাওয়ার পায়তারা করছেন বলে বিভিন্ন ভাবে জানা যাচ্ছে।

তবে যে দেশের প্ররোচনায় কেপি শর্মা ওলি নেপালে রাজার শাসনের অবলুপ্তি ঘটিয়ে হাজার বছরের ঐতিহ্যকে ধূলিসাৎ করে ক্ষমতায় বসেছিলেন সেই দেশটির সহযোগী হিসাবে কেপি শর্মার কোন খোঁজ নিয়েছেন কিনা জানা যায়নি। তবে চিন বুঝতে পাচ্ছে নেপালের জনগন এখন আর কমিউনিস্টদের শাসন চায় না। তাই আফগানিস্তান থেকে আমেরিকা যেভাবে পাততাড়ি গুটাতে হয়েছিল ঠিক তেমনি নেপাল থেকেও চিনকে রনেভঙ্গ দিয়ে সরে পড়তে হলো।