13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নতুন শিক্ষাক্রমে ধর্মশিক্ষাকে সংকুচিত করা হয়নি -শিক্ষামন্ত্রী

পিআইডি
August 27, 2022 8:20 pm
Link Copied!

নতুন শিক্ষাক্রমে ধর্মশিক্ষাকে সংকুচিত করা হয়নি। এ নিয়ে একটি বিশেষ মহল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (২৭ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে ‘ওরিয়ন ট্রেক উইথ নিশাত’ শীর্ষক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় জ্ঞান ও মূল্যবোধ সংকুচিত নয়, বরং প্রসারিত করার জন্য সরকার কাজ করছে। সেখানে ধর্ম, নৈতিকতা, মূল্যবোধ এগুলো শিক্ষার অবিচ্ছেদ্য অংশ, সেভাবেই থাকছে। ধর্মশিক্ষা বাদ দেওয়ার প্রশ্নই আসে না।

তিনি বলেন, কোনো বিশেষ শিক্ষাকে সংকুচিত করা হচ্ছে, এ ধরনের মন্তব্য আসলে একেবারেই সঠিক নয়।

দীপু মনি বলেন, নতুন শিক্ষাক্রমকে একেবারে না জেনে অপপ্রচার চালানো হচ্ছে। অন্য কোনো ইস্যু খুঁজে না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ মহল সরকারবিরোধী অপপ্রচারের অংশ হিসেবে এ কাজ করছে। যতগুলো অপপ্রচারের ভিডিও রয়েছে, প্রতিটি ক্ষেত্রে বই দেখিয়ে সরকারের পক্ষ থেকে প্রমাণ দেখানো হয়েছে যে সেগুলো একেবারে মিথ্যা।

http://www.anandalokfoundation.com/