13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দূর্ঘটনা কবলিত ও যোদ্ধাহত রোগীদের প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ

Rai Kishori
February 26, 2019 6:29 pm
Link Copied!

দূর্ঘটনা কবলিত, যোদ্ধাহত রোগীদের প্রাথমিক চিকিৎসার জন্য পদ্ধতিগত এবং সংক্ষিপ্ত প্রশিক্ষণ নিয়ে আমেরিকান কলেজ অব সার্জনস অ্যান্ড ট্রমা কমিটি ডাক্তারদের জন্য এটিএলএস কোর্স তৈরি করেছে।

আজ ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ইং তারিখে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ (বিসিপিএস)-এর স্কীল ডেভেলপমন্টে ল্যাবে দূর্ঘটনা কবলিত, যোদ্ধাহত রোগীদের প্রাথমিক চিকিৎসার জন্য পদ্ধতিগত এবং সংক্ষিপ্ত প্রশিক্ষণ প্রদান করে।

আমেরিকান কলেজ অব সার্জনস অ্যান্ড ট্রমা কমিটি ডাক্তারদের জন্য এটিএলএস কোর্স তৈরি করেছে। উক্ত কোর্সটি দূর্ঘটনা কবলিত, যোদ্ধাহত রোগীদের প্রাথমিক চিকিৎসার জন্য পদ্ধতিগত এবং সংক্ষিপ্ত প্রশিক্ষণ প্রদান করে। এটিএলএস কোর্সটি বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। একজন আহত রোগীকে কিভাবে চিকিৎসা সেবা প্রদান করতে হবে এই ব্যাপারে উক্ত কোর্সে লব্ধ জ্ঞান, চিকিৎসা পদ্ধতি এবং কৌশল সম্পর্কে ব্যাপকভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়। আমাদের দেশের প্রেক্ষাপট বিবেচনা করে উক্ত কোর্সটি অত্যন্ত প্রয়োজনীয়।

অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট (এটিএলএস) কোর্স ট্রমা বা দূর্ঘটনা কবলিত রোগীদের চিকিৎসার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশিরভাগ উন্নত দেশে এটি একটি হাসপাতালে কর্মরত ডাক্তারদের জন্য একটি বাধ্যতামূলক কোর্স। আমেরিকান কলেজ অব সার্জনস-এর এই কোর্সটি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ ও দ্য সোসাইটি অব সার্জনস্ অব বাংলাদেশ এবং আমেরিকান কলেজ অব সার্জনস্ মধ্যকার চুক্তির অধীনে বাংলাদেশে চালু করা হয়েছে।

উক্ত কোর্সটির অবকাঠামো গঠন, অনুষদের প্রশিক্ষণসহ সার্বিক কর্মকাণ্ড বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ পরিচালনা করবে।

ট্রমা ব্যবস্থাপনাটি মূলতঃ একটি দুর্ঘটনাস্থল থেকে শুরু করে তিন স্তরের চিকিৎসা সেবার সাথে শুরু করা হয়। হাসপাতালের চিকিৎসা সেবা জরুরী বিভাগ থেকে শুরু হয়। কিন্তু দূর্ঘটনাস্থল থেকে রোগীকে জরুরী বিভাগে নিয়ে আসার সময়টি সব চাইতে বেশি গুরুত্বপূর্ণ। উক্ত সময়ে রোগীদেরকে জরুরী ভিত্তিতে চিকিৎসা সেবা প্রদান করা অত্যাবশ্যক। আমাদের দেশের ট্রমা চিকিৎসা ব্যবস্থাপনায় এই ব্যাপারে অনেকটাই ঘাটতি আছে। এই ঘাটতি মেটানোর জন্য ডাক্তারদের এটিএলএস কোর্স সম্পন্ন করা প্রয়োজন। একজন গুরুতরভাবে আহত ব্যক্তিকে সময়মত বিশেষজ্ঞ ট্রমা চিকিৎসা প্রদানে এটিএলএস কোর্সটি হাতে কলমে ডাক্তারদেরকে প্রশিক্ষণ করে থাকে।

এটিএলএস বর্তমানে ভারত, শ্রীলংকা, পাকিস্তান, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, ইন্দোনেশিয়া, মায়ানমার, থাইল্যান্ডসহ বিশ্বের ৮৩টি দেশে অনুশীলন করছে এবং নতুন সদস্য হিসেবে বাংলাদেশ ৮৪তম দেশ।

এটিএলএস প্রোগ্রামটি আহত ব্যক্তিদের সময়মত ও যথাযথ সংগঠিত ট্রমা চিকিৎসার মাধ্যমে ক্ষতির পরিমাণ কমানোর প্রতিশ্রুতি দিয়ে থাকে। তাছাড়াও ডাক্তারদের সাংগঠনিক ও পদ্ধতিগত দক্ষতা বিকাশে সহায়তা করবে। এটিএলএস নিশ্চিত করে যে বিশ্বের সকল ডাক্তার একটি অভীন্ন পদ্ধতিতে ট্রমা রোগীদের চিকিৎসা করবেন এবং ট্রমা ব্যবস্থাপনায়নের বিশ্বমানের মানগুলির সাথে সমানভাবে কাজ করবেন।

বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ বিশ্বাস করে যে, এফসিপিএস ও এমসিপিএস ডিগ্রী প্রদান ছাড়াও মৌলিক কতগুলো বিষয়ে ডাক্তারগণের স্কীল ডেভেলপমেন্টের জন্য কোর্স পরিচালনা করার প্রয়োজন আছে। তাই কলেজের Skill Development বিভাগে শিক্ষক ও প্রশিক্ষণার্থীগণকে বিভিন্ন স্কীলের বিষয়ে Hands on training দে’য়ার জন্য একটি আধুনিক ল্যাব আছে। এ ল্যাবে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সার্জিক্যাল দক্ষতা বাড়ানোর জন্য Basic & Advanced Surgical Skills, Basic Microsurgical Skills,Temporal Bone Dissection, Basic Life Support, Advance Cardiac Life Support, Emergency Obstertric Care & Neonatal Care-সহ বিভিন্ন স্পেশালিটির উপর Hands on training এর ব্যবস্থা রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত, হংকং, মালয়েশিয়া এবং বাংলাদেশ থেকে পাঁচটি বিষয়ের ১২ জন প্রশিক্ষক চলমান ২৫-২৭ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিঃ তারিখের ATLS Instructor Course পরিচালনা করছেন। কলেজ থেকে পাস করা ১৬ জন সিনিয়র ফেলো ডাক্তার উক্ত কোর্সে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। আগামী ০১-০২ মার্চ ২০১৯ খ্রিঃ তারিখে ATLS Provider Course কলেজের স্কীল ডেভেলপমেন্ট এটিএলএস ল্যাবে অনুষ্ঠিত হবে। উক্ত প্রোগ্রামেও বিভিন্ন ক্যাটাগরিতে ১৬ জন সিনিয়র ফেলো ডাক্তার উক্ত কোর্সে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।

অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট (এটিএলএস) কোর্সটি বিসিপিএস-এর স্কীল ল্যাবে নিয়মিতভাবে পরিচালিত হলে বাংলাদেশের ট্রমা চিকিৎসা ব্যবস্থাপনায় ডাক্তারদের দক্ষতা অর্জনে তথা দূর্ঘটনা কবলিত রোগীদের জরুরী চিকিৎসা সেবা প্রদানে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমেরিকান কলেজ অব সার্জনস অ্যান্ড ট্রমা কমিটি ডাক্তারদের জন্য এটিএলএস কোর্স তৈরি করেছে। উক্ত কোর্সটি দূর্ঘটনা কবলিত, যোদ্ধাহত রোগীদের প্রাথমিক চিকিৎসার জন্য পদ্ধতিগত এবং সংক্ষিপ্ত প্রশিক্ষণ প্রদান করে। এটিএলএস কোর্সটি বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। একজন আহত রোগীকে কিভাবে চিকিৎসা সেবা প্রদান করতে হবে এই ব্যাপারে উক্ত কোর্সে লব্ধ জ্ঞান, চিকিৎসা পদ্ধতি এবং কৌশল সম্পর্কে ব্যাপকভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়। আমাদের দেশের প্রেক্ষাপট বিবেচনা করে উক্ত কোর্সটি অত্যন্ত প্রয়োজনীয়।

অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট (এটিএলএস) কোর্স ট্রমা বা দূর্ঘটনা কবলিত রোগীদের চিকিৎসার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশিরভাগ উন্নত দেশে এটি একটি হাসপাতালে কর্মরত ডাক্তারদের জন্য একটি বাধ্যতামূলক কোর্স। আমেরিকান কলেজ অব সার্জনস-এর এই কোর্সটি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ ও দ্য সোসাইটি অব সার্জনস্ অব বাংলাদেশ এবং আমেরিকান কলেজ অব সার্জনস্ মধ্যকার চুক্তির অধীনে বাংলাদেশে চালু করা হয়েছে।

উক্ত কোর্সটির অবকাঠামো গঠন, অনুষদের প্রশিক্ষণসহ সার্বিক কর্মকাণ্ড বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ পরিচালনা করবে।

ট্রমা ব্যবস্থাপনাটি মূলতঃ একটি দুর্ঘটনাস্থল থেকে শুরু করে তিন স্তরের চিকিৎসা সেবার সাথে শুরু করা হয়। হাসপাতালের চিকিৎসা সেবা জরুরী বিভাগ থেকে শুরু হয়। কিন্তু দূর্ঘটনাস্থল থেকে রোগীকে জরুরী বিভাগে নিয়ে আসার সময়টি সব চাইতে বেশি গুরুত্বপূর্ণ। উক্ত সময়ে রোগীদেরকে জরুরী ভিত্তিতে চিকিৎসা সেবা প্রদান করা অত্যাবশ্যক। আমাদের দেশের ট্রমা চিকিৎসা ব্যবস্থাপনায় এই ব্যাপারে অনেকটাই ঘাটতি আছে। এই ঘাটতি মেটানোর জন্য ডাক্তারদের এটিএলএস কোর্স সম্পন্ন করা প্রয়োজন। একজন গুরুতরভাবে আহত ব্যক্তিকে সময়মত বিশেষজ্ঞ ট্রমা চিকিৎসা প্রদানে এটিএলএস কোর্সটি হাতে কলমে ডাক্তারদেরকে প্রশিক্ষণ করে থাকে।

এটিএলএস বর্তমানে ভারত, শ্রীলংকা, পাকিস্তান, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, ইন্দোনেশিয়া, মায়ানমার, থাইল্যান্ডসহ বিশ্বের ৮৩ টি দেশে অনুশীলন করছে এবং নতুন সদস্য হিসেবে বাংলাদেশ ৮৪তম দেশ।

এটিএলএস প্রোগ্রামটি আহত ব্যক্তিদের সময়মত ও যথাযথ সংগঠিত ট্রমা চিকিৎসার মাধ্যমে ক্ষতির পরিমাণ কমানোর প্রতিশ্রুতি দিয়ে থাকে। তাছাড়াও ডাক্তারদের সাংগঠনিক ও পদ্ধতিগত দক্ষতা বিকাশে সহায়তা করবে। এটিএলএস নিশ্চিত করে যে বিশ্বের সকল ডাক্তার একটি অভীন্ন পদ্ধতিতে ট্রমা রোগীদের চিকিৎসা করবেন এবং ট্রমা ব্যবস্থাপনায়নের বিশ্বমানের মানগুলির সাথে সমানভাবে কাজ করবেন।

বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্ বিশ্বাস করে যে, এফসিপিএস ও এমসিপিএস ডিগ্রী প্রদান ছাড়াও মৌলিক কতগুলো বিষয়ে ডাক্তারগণের স্কীল ডেভেলপমেন্টের জন্য কোর্স পরিচালনা করার প্রয়োজন আছে। তাই কলেজের Skill Development বিভাগে শিক্ষক ও প্রশিক্ষণার্থীগণকে বিভিন্ন স্কীলের বিষয়ে Hands on training দে’য়ার জন্য একটি আধুনিক ল্যাব আছে। এ ল্যাবে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সার্জিক্যাল দক্ষতা বাড়ানোর জন্যBasic & Advanced Surgical Skills, Basic Microsurgical Skills,Temporal Bone Dissection, Basic Life Support, Advance Cardiac Life Support, Emergency Obstertric Care & Neonatal Care-সহ বিভিন্ন স্পেশালিটির উপর Hands on training এর ব্যবস্থা রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত, হংকং, মালয়েশিয়া এবং বাংলাদেশ থেকে পাঁচটি বিষয়ের ১২ জন প্রশিক্ষক চলমান ২৫-২৭ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিঃ তারিখের ATLS Provider Course পরিচালনা করছেন। কলেজ থেকে পাস করা ১৬ জন সিনিয়র ফেলো ডাক্তার উক্ত কোর্সে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। আগামী ০১-০২ মার্চ ২০১৯ খ্রিঃ তারিখে ATLS Instructor Course কলেজের স্কীল ডেভেলপমেন্ট এটিএলএস ল্যাবে অনুষ্ঠিত হবে। উক্ত প্রোগ্রামেও বিভিন্ন ক্যাটাগরিতে ১৬ জন সিনিয়র ফেলো ডাক্তার উক্ত কোর্সে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।

অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট (এটিএলএস) কোর্সটি বিসিপিএস-এর স্কীল ল্যাবে নিয়মিতভাবে পরিচালিত হলে বাংলাদেশের ট্রমা চিকিৎসা ব্যবস্থাপনায় ডাক্তারদের দক্ষতা অর্জনে তথা দূর্ঘটনা কবলিত রোগীদের জরুরী চিকিৎসা সেবা প্রদানে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্-এর সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্-এর অনারারি সচিব অধ্যাপক ডা. এম এ জলিল চৌধুরী। আরো উপস্থিত ছিলেন বিসিপিএস-এর সম্মানিত কাউন্সিলর অধ্যাপক ডা. এস এ এম গোলাম কিবরিয়াসহ নিুল্লিখিত বিদেশী ফ্যাকাল্টিবৃন্দ, কোর্স কোঅর্ডিনেটর ও কোর্স এডুকেটরগণ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্-এর সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস্-এর প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সাথে উল্লেখ করেন এবং তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েও এডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট (এটিএলএস) কোর্স চালু করা হবে।

 

  Dr Gilberto Leung

Professor of Neurosurgery

Region Chief of ATLS Region XVI

Faculty, Advanced Trauma Life Support (ATLS), Hong Kong ATLS Program

 

1. Professor Mahesh Chandra Misra

Emeritus Professor,

Vice Chancellor

Mahatma Gandhi University of Science and Technology

JPN Trauma Centre, AIIMS, ATLS India, Chair, New Delhi, India.

2. Professor Jagdish Menon

Professor of Orthopaedic Surgery

ATLS Faculty

IPJMER, India. Pondicherry

3. Professor Amit Gupta

Professor of Surgery

Division of Trauma & Critical Care

JPN Trauma Centre, AIIMS,

New Delhi, India.

 

http://www.anandalokfoundation.com/