দ্যা নিউজের ইফতার বিতরণ ।। মহামারী করোনাভাইরাসের কারণে গৃহবন্দি কর্মহীণ অসহায় শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের মাঝে প্রতিদিনের মতো আজ দশম রমজানে রাজধানীতে দ্যা নিউজের ইফতার বিতরণ। আনন্দলোক ফাউন্ডেশনের ইফতার বিতরণ
আজ ৪ মে সোমবার ১০ রমজানে রাজধানীর ওয়ারীস্থ রাজধানী মার্কেট থেকে জয়কালী মন্দিরের সড়ক দিয়ে রোজা রাখা ইমানদার মুসল্লী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, ছোলা, পেঁয়াজী, বেগুনি, খেজুর।
এই ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আনন্দলোক ফাউন্ডেশনের চেয়ারম্যান, দ্যা নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী ও বার্তা সম্পাদক রাই কিশোরী চৌধুরী।
দি নিউজের ‘ইফতার বিতরণ প্রতিদিন’-এ ৯ম রোজায় পথে পড়ে থাকা মানুষের মাঝে
দ্যা নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী বলেন, করোনা প্রতিরোধে কর্মহীন মানুষের হাহাকার দেখে শুধুমাত্র নিজে খেয়ে ঘরে অবস্থান করা যায় না। তাই সামর্থ্য অনুযায়ী প্রতিদিন কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
দ্যা নিউজের সময়োপযোগী মহৎ কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সনাতন হিন্দু ফাউন্ডেশন জাপান।
দ্যা নিউজ জাপান প্রতিনিধি ও সনাতন হিন্দু ফাউন্ডেশন জাপান এর প্রতিষ্ঠাতা সভাপতি খোকন কুমার নন্দি বলেন, আমি নিজে দ্যা নিউজের একজন হয়ে গর্ববোধ করছি। আমরা হিন্দু মুসলিম নির্বিশেষে সকল প্রবাসী জাপানী দ্যা নিউজের এই মহতি কার্যক্রমকে সাধুবাদ জানাই। আমরা সনাতন হিন্দু ফাউন্ডেশন জাপান এর পক্ষ থেকে এই কাজে অংশ গ্রহন করছি।
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে বন্দি কর্মহীন মানুষের রমজান মাসে ইফতার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। এই চরম দুরাবস্থার মাঝে এসব অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দিয়ে অন্ততঃ তাদের মুখে হাসি ফোঁটাতে পারে, সেটাই দ্যা নিউজের বড় উপহার।