দ্যা নিউজের ইফতার বিতরণ ।। মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাব কমাতে দেশব্যাপী লকডাউনে কর্মহীন রোজাদার, দুস্থ, সুবিধাবঞ্চিত ও পথচারীদের মাঝে পুরো রমজান মাসজুড়ে বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করছে দ্যা নিউজ ডটকম। দ্যা নিউজের ইফতার বিতরণ। আনন্দলোক ফাউন্ডেশনের ইফতার বিতরণ
আজ ১৯ মে, ২৫ রমজান মঙ্গলবার বিকেলে রাজধানীর মতিঝিলের পাশে ইত্তেফাক মোড়ে ইফতার বিতরণ করা হয়।
দ্যা নিউজের কর্ণধার(সম্পাদক ও প্রকাশক) ও আনন্দলোক ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রমিথিয়াস চৌধুরী বলেন, ‘অসহায় দুঃস্থ, নিম্ন আয়ের মানুষ ইফতার প্যাকেট দেওয়ার পরে তাদের মুখের হাসি দেখা আমাদের সফলতা।’ করোনায় ভয়াবহ দুর্যোগে রমজান মাসজুড়ে রোজাদার, দুঃস্থ, সুবিধাবঞ্চিত, পথচারীদের সেবায় বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাই। প্রত্যেক বিত্তবানরা নিজ এলাকায় পাশের অসহায় মানুষের সেবা এগিয়ে আসলে এই দুর্যোগ মোকাবেলা সহজ হবে।
সারাদিনের রোজা রাখার পর সমাজের হতদরিদ্র জনগোষ্টি, পথযাত্রী ও ছিন্নমুল মানুষদের জন্য দি নিউজের এই মহতী উদ্যোগকে সম্মান জানিয়ে সহযোগিতা করছেন জাপানস্থ সনাতন হিন্দু ফাউণ্ডেশন।
দ্যা নিউজের জাপান প্রতিনিধি ও সনাতন হিন্দু ফাউণ্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি খোকন কুমার নন্দী জানান, ধর্মীয় নয় শুধুমাত্র মানবিক দিক বিবেচনায় মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখাই পরম পাওয়া বলে করি। তবে শুধু রমজানেই নয়, করোনা মহামারীতে নিজ নিজ জায়গা থেকে মানুষের জন্য এগিয়ে আসবে সবাই এমন প্রত্যাশা আমাদের।
দ্যা নিউজের মাসব্যাপী ইফতার বিতরণ প্রতিদিনে ২৩ রমজানে সায়েদাবাদ