শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া পৌরসভা নির্বাচনে তৃতীয় বারের মতো আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন, নড়িয়া পৌরসভার বর্তমান মেয়র ও নড়িয়া উপজেলা আওয়ামীলীগের ১ম যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবু রাড়ী।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর ২০২০) দুপুরে নড়িয়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার আতিয়ার রহমানের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ ব্যাপারে শহিদুল ইসলাম বাবু রাড়ীর বক্তব্যের জন্য বার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।
এ ব্যাপারে নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন বলেন, যিনি (শহিদুল ইসলাম বাবু রাড়ী) দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে অংশগ্রহন করছে, তাকে দল থেকে আজীবন বহিস্কারের জন্য সুপারিশ করে আমরা কেন্দ্রে পাঠাবো। পাশাপাশি দলের সকল কর্মকান্ড থেকে তাকে বর্জন করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ করবো।
উল্লেখ্য, গত নির্বাচনে নড়িয়া পৌরসভায় আওয়ামীলীগের মনোনয়ন পায় আওয়ামীলীগ নেতা, তৎকালীন মেয়র প্রয়াত হায়দার আলী। আর বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম (বাবু রাড়ী) পরাজিত হয়। এতে নড়িয়া পৌরসভা আওয়ামীলীগের সদস্য পদ থেকে বহিস্কৃত হয় বাবু রাড়ী। নির্বাচনে হায়দার আলী বিজয়ী হয়। পরে হায়দার আলীর মৃত্যুর পর উপ-নির্বাচনে আবার দলীয় মনোনয়ন পায় নড়িয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম (ভিপি চুন্নু)। তাতে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে শহিদুল ইসলাম বাবু রাড়ী বিজয়ী হয়। পরে মেয়র বাবু রাড়ী নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে বিভিন্ন দায়িত্বশীল নেতাদের সাথে লবিং ও তদবীর করে অজ্ঞাত ইশারায় উপজেলা আওয়ামীলীগের ১নং যুগ্ম সাধারন সম্পাদক পদ পান। এবারও দলীয় মনোনয়ন চেয়ে ছিলেন বাবু রাড়ী। তবে মনোনয়ন লাভে ব্যর্থ হয়ে এবারের দলীয় প্রার্থী এ্যাড. আবুল কালাম আজাদের বিরুদ্ধে বাবু রাড়ী প্রার্থী হওয়ায় আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।