ক্রীড়া ডেস্ক: টসে হেরে সিলেট সুপার স্টারসের বিপক্ষে ব্যাট করছেন ঢাকা ডাইনামাইটস।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকার সংগ্রহ ১১ ওভার শেষে ৩ উইকেটে হারিয়ে ৫৫ রান। সাঙ্গাকারা ৪ ও নাসির ১ রান নিয়ে ব্যাট করছেন।
দলীয় ২৮ রান ব্যক্তিগত ৮ রান করে আব্দুর রাজ্জাকের বলে মোহাম্মদ শহীদের হাতে ধরা পড়েন অপেনার ইয়াসির শাহ। দলীয় ৪৮ রানে রাজ্জাকের দ্বিতীয় শিকার হন ৮ রান করা মোহাম্মদ হাফিজ। ৫৫ রানে ৩১ রান করা ফরহাদ বোপারার বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন।
এর আগে মঙ্গলবার দুপুরে মিরপর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিলেটের অধিনায়ক শহিদ আফ্রিদি। সূত্র: ক্রিকইনফো