স্টাফ রিপোর্টারঃ ঢাকার শান্তিনগরে টুইন টাওয়ারে অগ্নিকাণ্ডে তিন জন আহত হয়েছে।
গতকাল দিবাগত রাত ১টার দিকে শান্তিনগরের টুইন টাওয়ারের ২০ তলা বিশিষ্ট ভবনের দশম তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মোজাম্মেল হক জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। সেখানে কেউ গুরুতর আহত হয়নি। আগুনের তাপ ও অতিরিক্তি ধোঁয়ায় তিন জন আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।