13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিলের দাবিতে জেইউজে,র মানবন্ধন

admin
September 22, 2018 6:18 pm
Link Copied!

ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা বাতিলের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।  শনিবার দুপুরে সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে) উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে যশোরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এসময় সাংবাদিক নেতারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। দুর্নীতি বাড়বে। যে কারণে মানুষ তাদের অধিকার থেকেও বঞ্চিত হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এমন আইন কাম্য নয়। একটি কল্যাণমূলক রাষ্ট্রের জন্য সাংবাদিকদের বাকস্বাধীনতা থাকতে হবে। তাই অবিলম্বে এ কালো আইন বাতিলের দাবি জানান নেতারা।

সমাবেশে বক্তৃতা করেন জেইউজে সভাপতি শহিদ জয়, সাবেক সভাপতি নূর ইসলাম, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, শেখ আব্দুল্লাহ হুসাইন, সাইফুল ইসলাম সজল,কাজী আশরাফুল আজাদ, এসএম ফরহাদ প্রমুখ।

http://www.anandalokfoundation.com/