13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে দুই কিশোরীর প্রেমিকের কাছে পালিয়ে যাওয়ার অপচেষ্টা অতঃপর উদ্ধার

নিউজ ডেস্ক
October 11, 2021 9:37 pm
Link Copied!

সৈয়দ রাকিবুল ইসলাম, ডাসার থেকে:  মাদারীপুরের ডাসারে নিখোঁজ হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি করার তিন ঘন্টার মধ্যে দুই কিশোরীকে উদ্ধার করেছে ডাসার থানা পুলিশ। রবিবার (১০ অক্টোবর) দুপুরে গোয়ালন্দ আরিচা ঘাট থেকে তাদেরকে উদ্ধার করা হয়।আজ সোমবার সকালে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃহাসানুজ্জামান ওই কিশোরীদেরকে তার পরিবারের হাতে তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায় যে, উপজেলার পূর্ব পূয়ালী গ্রামের আলমগীর সরদারের মেয়ে মারুফা(১৩) ও একই উপজেলার উত্তর ভাউতলী গ্রামের লোকমান মুন্সির মেয়ে সুমাইয়া আক্তার(১৪)।তারা উভয়ই ঘনিষ্ঠ বান্ধবী।গত শনিবার (৯ অক্টোবর)বিকাল ৪ঃ৩০ টায়  মারুফা ও সুমাইয়া আক্তার আলমগীরের বাড়িতে বেড়াতে আসে।রাতে তারা একসাথে ঘুমায়।পরের দিন সকালে তারা একসাথে নাস্তা খায়।নাস্তা খেয়ে আলমগীর ও তার স্ত্রী ব্যাংকের কাজের জন্য বাড়ি থেকে চলে গিয়ে দুপুরে বাড়িতে ফিরে ঘর তালাবদ্ধ দেখতে পেয়ে মেয়েকে ডাকাডাকি করে না পেয়ে,তখন তার মেয়ের কাছে থাকা মোবাইল ফোনে ফোন দিলে মেয়ে জানায় সে উপজেলার পাথুরিয়ার পাড় বাস স্ট্যান্ডে আছে।বাস স্টান্ড থেকে দুই কিশোরী প্রমিকের সাথে ঢাকার উদ্দেশ্যে সোনার তরী বাসযোগে রওনা দেয়। এসময় আলমগীর সরদার সেখানে গিয়ে তাদেরকে অনেক খোঁজাখুজির পর না পেয়ে ডাসার থানায় এসে সাধারণ ডায়েরি করেন।ওই ডায়েরীর সুত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় কিশোরীদের অবস্থান চিহিৃত করে ডাসার থানা পুলিশ।রবিবার দুপুরে ডাসার থানার এসআই সাইদুল ইসলামের নেতৃত্বে ৩ঘন্টার মধ্যে ওই কিশোরীদের উদ্ধার করে ডাসার থানায় নিয়ে আসে।আজ সোমবার  ওসি মোঃ হাসানুজ্জামান কিশোরীদেরকে তাদের পরিবারের হাতে তুলে দেন।মেয়েদেরকে পেয়ে তাদের পরিবার অত্যন্ত খুশী হয়।
ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় নিখোঁজ হওয়া ওই দুই কিশোরীর অবস্থান চিহিৃত করে তাদেরকে  উদ্ধার করা হয়েছে।এবং কিশোরীদের তাদের পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে।
http://www.anandalokfoundation.com/