× Banner
সর্বশেষ
পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন টানা ৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

ডাসার(মাদারীপুর)প্রতিনিধি

ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

অনলাইন ডেক্স
হালনাগাদ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ

মাদারীপুরের ডাসারের অন্যতম লাইব্রেরি অন্বেষণ পাঠাগারের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার  আইসার বাজারে অন্বেষণ পাঠাগার ভবনে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে  অনুষ্ঠিত হয়েছে।
অন্বেষণ পাঠাগারের প্রতিষ্ঠা সভাপতি খাদ্য মন্ত্রনালয়ের উপ-সচিব জয়নাল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ভিসি অধ্যাপক ড.এইচ এম জহিরুল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীন শিক্ষক বাবু সুকুমার চক্রবর্তী,ডাসার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন,
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অতিরিক্ত পরিচালক ও পাঠাগারের সহ-সভাপতি সাইফুল ইসলাম,সার্বিক সহযোগিতায় ছিলেন মামুন হাওলাদার,  নুরুল ইসলাম হাওলাদার,শাহ আজম ও গোলাম কিবরিয়া।এলাকার শিক্ষক শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের পূর্বে পাঠাগারের উদ্যোগে বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন এবং বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।
উল্লেখ্য পাঠাগারটি ২৬ মার্চ ২০০২ তারিখে প্রতিষ্ঠিত হয়। এ বছর ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গত ১৬ মে ২০২৫ ডাসার উপজেলার স্কুল কলেজের ২০০র অধিক ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৫ এর আয়োজন করা হয়। চিত্রাঙ্কন, হাতের লেখা, কবিতা আবৃত্তি, সাধারন জ্ঞান,  উপস্থিত বাগ্মিতা ইত্যাদি ক্যাটাগরিতে ১৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদের মধ্য থেকে বিজয়ী ৫৬ জন প্রতিযোগীকে বই ও বিভিন্ন শিক্ষা উপকরণ পুরষ্কার হিসাবে প্রদান করা হয়। পাঠাগার কর্তৃপক্ষ এ ধরনের প্রতিযোগিতা ভবিষ্যতে সমগ্র জেলাব্যাপী আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান।
পাঠাগারের সভাপতি জয়নাল মোল্লা নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করে তোলার আহ্বান জানিয়ে বলেন,বই-ই আমাদের প্রকৃত বন্ধু।প্রযুক্তির অগ্রগতির ফলে মোবাইল আসক্তি বাড়ছে।জ্ঞান চর্চা ও মেধা বিকাশে লাইব্রেরির বিকল্প নেই।
অন্বেষণ পাঠাগার “শিক্ষা স্বাস্থ্য পরিবেশ,  তিন অগ্রাধিকারে গড়ি দেশ” স্লোগানকে মূল উপজীব্য করে তার কার্যক্রম পরিচালনা করে আসছে।


এ ক্যটাগরির আরো খবর..