× Banner

অনলাইন ডেস্ক

ঝিনাইদহে জাতীয় কণ্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও বক্তৃতা প্রতিযোগিতা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
ঝিনাইদহে জাতীয় কণ্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও বক্তৃতা প্রতিযোগিতা

ঝিনাইদহ প্রতিনিধি : ‘আমরা কণ্যা শিশু-‘প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এ শ্লোগানকে সামনে রেখে শিশু অধিকার সপ্তাহে জাতীয় কণ্যা শিশু দিবস উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিশু একাডেমী। এতে জেলা প্রশাসক মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক নিলুফার রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, ডিজিটাল বাংলাদেশ গড়তে কণ্যা শিশুদের প্রযুক্তিতে সম্পৃক্ত করতে সকলের প্রতি আহŸান জানান। পরে দিবস উপলক্ষে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অনলাইনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন ছাত্রী অংশ নেয়। আগামী ১০ অক্টোবর এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে বলে জানান আয়োজকরা।


এ ক্যটাগরির আরো খবর..