ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে মখলেছুর রহমান বিশ্বাস (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের বংকিরা পুলিশ ক্যাম্পের এএসআই নাসির উদ্দীন জানান, শনিবার বিকালে জমি জায়গা নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের লোকজন বিরোধে জড়িয়ে পড়ে। উভয় পক্ষ ইট পাটকেল ও লাটিসোটা নিয়ে একে অপরের উপর ঝাপিয়ে পড়ে। এসময় ভাতিজা আলম ও সাইদুর রহমানের লাঠি ও ইটের আঘাতে মখলেছুর রহমান গুরুতর আহত হন। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে মারা যান মকলেছ।
নিহতর স্বজন আনিছুর রহমান জানান, সম্প্রতি চাচাতো ভাইয়ের ছেলে আলম ও সাইদুর রহমান পারিবারিক কবরস্থানের পাশের বাড়ি করতে চাইলে মখলেছুর রহমান বাধা সৃষ্টি করে এবং প্রাচীর ভাংচুর করে। এ নিয়ে ওই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এঘটনাকে কেন্দ্র করেই শনিবার দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকজন আহত হয়। এ সময় চাচা মকলেছুর রহমান মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে যান। এসময় তাকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনার পর মামলার প্রস্তুতি চলছে বলেও যোগ করেন তিনি।
ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের মুসলিমা খাতুন জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
ঝিনাইদহ সদর থানার ওসি সোহেল রানা হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।