সত্য সংবাদ প্রকাশের জের ধরে ঝিকরগাছার সংবাদকর্মী আফজাল হোসেন চাঁদ, মিঠুন সরকার সহ ও প্রাণি সম্পদ অধিদপ্তরের সিইএ খোরশেদ আলম’র বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা করেছেন পদ্মপুকুর গ্রামের মৃত. নজরুল ইসলামের ছেলে মুক্তার মোড়ল নামের এক সাবেক সাংবাদিক পরিচয় দিয়ে চলছে পশু চিকিৎসা।
এছাড়াও তিনি তাবলীগ জামায়াতের ঝিকরগাছা ইউনিয়নের একজন দায়িত্বশীল ব্যক্তি ও এসিআই লিমিটেড বাংলাদেশ’র লাইভ স্টক এসিস্টেন্ট (এলএ) কৃত্রিম প্রজনন কর্মী।
এতে ক্ষিপ্ত ঝিকরগাছার সাংবাদিক মহল সহ সর্বস্তরের সচেতন জনতা।
সূত্র জানা যায়, যশোরের ঝিকরগাছা উপজেলায় সাবেক সাংবাদিক পরিচয় দিয়ে পশু চিকিৎসক মুক্তার আলী চালাচ্ছে রাম রাজত্ব। ক্রমাগতই ঘটনাটি ঘটে চলছে ৬নং ঝিকরগাছা ইউনিয়ন এলাকায় সরকার কতৃক নির্ধারিত ফি ৭৫টাকা এর বাহিরে গিয়ে তিনি ১২শত টাকা করে বিক্রয় করে সাধারণ মানুষের কাছ থেকে লুটে নিচ্ছে হাজার-হাজার টাকার বিষয়ে সংবাদকর্মীদের হাতে তথ্য প্রমাণ সহ ভুক্তভোগী, অভিযুক্ত ও সংশ্লিষ্ট দপ্তর প্রধানের বক্তব্য সহ সত্য সংবাদ প্রচার করায় দুইজন সংবাদকর্মীর বিরুদ্ধে বিজ্ঞ সিনিঃ জুডিঃ ম্যাজিঃ আমলী আদালত ঝিকরগাছা, যশোর এ মোকদ্দমা-দন্ড বিধি আইনেরর ৫০০/৫০১/১০৯ ধারায় মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সাংবাদিক নেতারা বলছেন, সত্য সংবাদ প্রকাশ করলেই অসত্যরা সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে সাংবাদিকদের দমানোর চেষ্টা করে। বাংলাদেশে যে সকল সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ষড়যন্ত্র ও হয়রানি মূলক ভাবে মামলা করা হয়েছে, সাংবাদিক নেতারা ওই সকল মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, সেই সাথে এইসব মামলা প্রত্যাহার করার দাবিও জানান।
জাতীয় দৈনিক খোলাকাগজ, স্থানী দৈনিক সত্যপাঠ ও জাতীয় সাপ্তাহিক আঁচড় পত্রিকার সংবাদকর্মী আফজাল হোসেন চাঁদ বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। আর এই পেশাকে কলংকিত করছে কিছু অসাদু লোক যারা তাদের স্বার্থের জন্য সাবেক সাংবাদিকতার সাইনবোর্ড ব্যবহার করে পশু চিকিৎসা দিয়ে আসছে মুক্তার মোড়ল। যা হোকে মিথ্যাকে সত্য রূপ দিতে দিতে অনেক মিথ্যা বলাতে হয়।
কিন্তু সত্যকে সত্য বলে প্রমাণিত করতে সংবাদকর্মীদের হাতে থাকা অতি সামান্য তথ্যই যথেষ্ট।