13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে বর্নাঢ্য আনুষ্ঠানিকতায় বই উৎসব

admin
January 1, 2018 6:46 pm
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধিঃ- বর্নাঢ্য আনুষ্ঠানিকতায় ঝালকাঠিতে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বই উৎসব উপলক্ষে চলে সাংস্কৃতিক অনুষ্ঠানমালাও। নতুন বইয়ের নতুন গন্ধে শিক্ষার্থীরা বাঁধভাঙা উল্লাসে ফেঁটে পড়ে। জেলায় ১ হাজার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২ লক্ষ ৫২০ জন শিক্ষার্থী ১৬ লাখ ১৭ হাজার ৬২৮ খান নতুন বই পাবে। বই উৎসবে ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমানসহ শিক্ষা বিভাগের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উৎসবে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, এক সময় সকল শিক্ষার্থীদের বই দিতে না পারায় অনেককে স্কুলে স্থান দেয়া হত না। কিন্তু শেখ হাসিনার সরকার প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীকে নতুন বইয়ের সাথে উপবৃত্তি দিয়ে দেশে শিক্ষার হার বাড়িয়েছেন। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশের শিক্ষার্থীদের আর্ন্তজাতিক মানের শিক্ষা ব্যবস্থায় গড়ে তোলা হয়েছে বলেও মন্তব্য করেন শিল্পমন্ত্রী।

http://www.anandalokfoundation.com/