13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে কাঁকড়া ধরার সময় জেলের ওপর বাঘের আক্রমণ

Rai Kishori
March 29, 2023 2:20 pm
Link Copied!

সুন্দরবনে কাঁকড়া ধরার সময় বাঘের আক্রমণে গুরুতর আহত জেলে। জানা গেছে জেলের নাম আব্দুল ওয়াজেদ গাজী (৪৫)।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে সাতক্ষীরা রেঞ্জের কাঁচিকাটা সংলগ্ন দারগাং খালে কাঁকড়া ধরার সময় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার ছোট ভেটখালী গ্রামে মৃত জব্বার গাজীর ছেলে।

আহতের ছোট ভাই লিয়াকত গাজী জানান, দারগাং খালে কাঁকড়া ধরার সময় হঠাৎ একটি হিংস্র বাঘ নৌকায় তার ভাইয়ের ওপর  ঝাঁপিয়ে পড়ে। এ সময় পাশে থাকা গরানের লাঠি দিয়ে বাঘটিকে তিনি উপর্যুপরি আঘাত করতে থাকেন। একপর্যায়ে বাঘটি তার ভাইকে ছেড়ে দিয়ে সুন্দরবনে পালিয়ে যায়। এ ঘটনায় তার ভাই পিঠ ও মাথার পেছনে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন।

মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অসীম মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ  (এসিএফ) এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, ওই জেলে বাঘের আক্রমণে আহত হয়েছেন বলে শুনেছি। তবে ওই জেলের সুন্দরবনে প্রবেশের বৈধ অনুমতি ছিল না।

http://www.anandalokfoundation.com/