14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতে ইসলামীর সমাবেশ ঘিরে লাখ লাখ লোকের জনসমাগম

ডেস্ক
July 19, 2025 1:52 pm
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’ ঘিরে লাখ লাখ লোকের জনসমাগম দেখা গেছে।

আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর দুইটা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা। দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। ভোর থেকেই সমাবেশস্থলে লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে।

মূল সমাবেশ শুরুর আগে চলছে হামদ, নাত ও ইসলামী সংগীত। জামায়াত ও ছাত্র শিবিরের বিভিন্ন সংস্কৃতি বিভাগের সদস্যরা এসব সংগীত পরিবেশন করছেন।

সাইমুম, মহানগরী, রাজধানী শিল্পগোষ্ঠীসহ সাইফুল্লাহ মানসুর, মশিউর রহমান, রোকনুজ্জামান, ওবায়দুল্লাহ তারেকের মতো শিল্পীরা এতে উপস্থিত রয়েছেন।

দলটির সংস্কৃতি বিভাগের সদস্য আহসান হাবীব খান বলেন, আমাদের মূল সমাবেশ শুরু হবে দুপুর ২ টায়। এর আগেই আমরা আগত অতিথিদের জন্য এমন আয়োজন করেছি।

http://www.anandalokfoundation.com/